![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।
আমি বিজয়ের কথা বলছি
কেন কণ্ঠ আমার করতে চাও রুদ্ধ
এক ৭১ চলে গেছে বলে ভেব না
আরেক ৭১ এর জন্ম দিতে পারি না ।
গোলাম আর কাদের রা যুগে যুগে থাকে
জিয়া আর মুজিব জন্মায় তাদের থামাতে
তাই ভেব না এত রক্ত বিনিময়ে পাওয়া স্বাধীনতা
তোমার জন্য নয়তো ছেলের হাতে মোয়া ।
মুখ বুঝে আছি বলে ভেব না আমি দুর্বল
প্রয়োজনে এই হাতে নিব তুলে আরেকবার হাতিয়ার
এবার আর পাবে না ৪২ বছর আগের ক্ষমা
জবাব হবে এবার সব সাফ করে জানোয়ার ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
শূন্য মানব বলেছেন: দেখুন শহীদ জিয়া বা বঙ্গবন্ধু স্বাধীনতার পরে ঐতিহাসিক রাজনীতিক ভুল করেছিলেন , আর তার মূল্য চুকাতে হয়েছিল , দুজনের বুকের রক্ত দিয়ে । তাই নয় কি !!!!!
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
শূন্য মানব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫
হাতীর ডিম বলেছেন: জিয়া জন্মায় এদের পুনর্বাসন করতে