![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।
ফুচকার দোকানে তোমার বাড়াবাড়ি
আমার সাথে দেয়া সব যে আড়ি
ভুলতে পারি না কিছুতেই আমি
যখন যে মনে পড়ে তোমার বাবার সেই ঝাড়ি ।
রাস্তার পাশে লাম্পপোস্টের নিচে দাড়িয়ে
তোমার জানালার দিকে তাকিয়ে
সময় যাবে থমকে দাড়িয়ে
যদি তুমি তোমার জানালা খোল হাতটা বাড়িয়ে ।
তোমার স্কুলের যাবার পথে দাড়িয়ে থাকা
বান্ধবীদের নিয়ে তোমার সেই মুচকি হাসি
আজো পারি না ভুলতে যে আমি
যখন মনে পড়ে আমি পালিয়েছিলাম শুনে পুলিশের বাশি ।
---শূন্য মানব
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮
মামুন রশিদ বলেছেন: কিন্চিত আছে বৈকি
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
শূন্য মানব বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৯
েফরারী এই মনটা আমার বলেছেন: এ বছরের সবচেয়ে রহমতপুর্ন দিন কোনটি তা জান
Click This Link