![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।
কিভাবে হবেন একজন CEH ---
আজকের পর্ব -- নেটওয়ার্ক টপোলজি
যা লিখেছেন লেখক -- আসলে একজন লিট পেনটেস্টার হতে হলে, আপনাকে নেটওয়ার্ক সম্পর্কে আগে ভালো জানতেই হবে । কারন বড় বড় industrial থেফট হয় এর মাধ্যমে
তো আসলে নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি -- আসলে টপোলজি মানে হচ্ছে নেটওয়ার্ক এর ফিজিক্যাল সাইট বা বাংলা কথায় বলতে গেলে নেটওয়ার্ক এর গঠন । মানে কিভাবে এর ডিভাইসগুলো কানেক্টেড আছে ।
এখন আমরা কয়েকটা কমন টপোলজি এর নাম জানব, আমি এর বিস্তারিত আপনাকে গুগল থেকে দেখে নিতে বলব --
১) বাস টপোলজি
২) রিং টপোলজি
৩) স্টার টপোলজি
৪) মেস টপোলজি
৫) হাইব্রিড টপোলজি ইত্যাদি ।
নেক্সট লেসনে আমরা এইগুলোর সংক্ষিপ্ত বিবরণ শিখব ।
২| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: সামুতে এখন টেকি পোস্ট হইনা বললেই চলে। আশা করবো আপনি চালিয়ে যাবেন ।
৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:১১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনি এই পোস্টটার অডিও ভিজুয়াল বানিয়ে যদি শিক্ষক ডট কমে কন্টিনিউ করতে পারতেন তবে বেশ হত। ওখানে ইথিক্যাল হ্যাকিং এর কোন কোর্স নেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩১
ফাহিমাইকরি বলেছেন: অপেক্ষায় রইলাম..........