![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী।
মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে।
ভাসানীর মাথায় তালের টুপী আর পরনে ছিল লুঙ্গি,
স্টেজে উঠেছেন ভাষণ দিতে....
ভাসানীর বেশ ভূষা দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য
"ইয়ে তো মিসকিন হ্যায়"..!!
কোরান তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো
"ইয়ে তো মাওলানা হ্যায় "..!!
ভাসানীর রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ঐ একই দর্শক শ্রোতারা বলে উঠলেন
"আরি বাহ্ ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়"..!!
ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ঐ একই দর্শক শ্রোতারাই বলে উঠলেন
"হায় আল্লাহ ইয়ে তো এস্টেট মেন হ্যায়"..!!
মজলুম জননেতা,উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ,ইতিহাসের মহানায়ক।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গভীর শ্রদ্ধা আর ভালোবাসা রইলো আপনার প্রতি।
১৯ শে আগস্ট, ২০২০ সকাল ৯:২৪
মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
২| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৫
পদ্মপুকুর বলেছেন: ওনার সম্পর্কে চাঁদগাজী স্যার ভালো বলতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০১
রাসেল বলেছেন: Honors to writer to write about an honorable person. To build up a national, it is required to make familiar such people.
I make comments very rarely and don't write at all. Your writing subject make a feelings as a responsibility to give you thanks.