নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তবিহীন পথ চলাই জীবন

মোঃ আশিকুর রহমান চৌধুরী

আমি কোন সাধারন মানুষ না,অতি সাধারন একজন

মোঃ আশিকুর রহমান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শুভ বুদ্ধির উদয় হোক

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩


এক ভদ্রমহিলা এসে আমাকে বললেন ইস কি অবস্থা করেছেন আপনার চুলের,ভবিষ্যতে আপনার মাথায় তো চুলই থাকবে না। আমি একটু অবাকই হলাম সেই সাথে কিছুটা বিব্রত বোধ করলাম। তাকে আপাদমস্তক চোখ বুলিয়ে নিলাম, দেখলাম তার নিজের মাথারই চুল নেই,এমনকি চোখের ভ্রু ও নেই, যেটা আছে সেটাকে থাকা বলে না বলতে গেলে খোলা ময়দান, সেই মানষের এমন প্রশ্নে অবাক হওয়াই স্বাভাবিক। আমি মনে মনে ঘাবড়ে গেলেও তাকে এটা নিয়ে কোন প্রশ্ন করলাম না। সে আবার পুনরায় আমাকে জিজ্ঞেস করলো আমি এর জন্য কোন কনসালটেন্ট এর পরামর্শ নিচ্ছি কি না? আমি না বলে মনে মনে ভাবছি তার নিজের মাথারই চুল নেই সে কেন আমার চুল নিয়ে চিন্তা করে, আর সে যার কাছে থেকে পরামর্শ নিয়ে চলছে তার মাথারই তো চুল নেই, তো তার মাথা সে নিজের রক্ষা করতে পারে নাই। সেই আবার অন্যদের মাথা রক্ষা করবে কিভাবে?তার সাথে এ নিয়ে এর কথা বাড়লাম না ,ওখান থেকেই বিদায় দিলাম। মনে মনে দোয়া করে দিলাম তার যেন শুভ বুদ্ধির উদয় হয়।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,"লেজকাটা শিয়ালের " গল্প মনে করিয়ে দিলেন।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪২

মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেছেন: ইস আগে বলবেন তো আমার তো মনেই ছিল না B:-/

২| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৩

নেওয়াজ আলি বলেছেন: অনধিকার চর্চা

০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৩

মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেছেন: হুম সেটাই, যদিও আমার মাথা মোটেও টাক নয়

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৫

বিবেকহীন জ্ঞানি বলেছেন: তার জ্ঞানের বেহাল দশা।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেছেন: তা আর বলতে :D

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

পদ্মপুকুর বলেছেন: হুম!

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ওকে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেছেন: হুম 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.