নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা একটা পৃষ্টা হতো!!তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লিখতাম!!

আশিক ইলাহি

আমার যা মনে আসে আমি তাই লিখি,যদিও সব পড়ার যোগ্য নয়।

আশিক ইলাহি › বিস্তারিত পোস্টঃ

মায়াবী মেয়েটি

০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:০০

কাল আসলে না যে" ?
"পড়া হয়নি তাই আসি নি" ।
"ও । আমি কাল তোমার জন্য ওয়েট
করেছিলাম" ।
"কেন ? কেন ওয়েট করেছিলে" ?
ঐশি কোন কথা বলল না । চুপ করে রইল ।
আমি হাসলাম ।
"হাসছো কেন" ?
"না ভাবছি মানুষ কত জটিল প্রানী" ।
"মানে" ?
"মানে হল কত সহজ সমাধান আছে । মাত্র
একটু মুখ ফুটে বলে ফেললেই হয়ে যায় ।
কিন্তু না । মুখ দিয়ে কিছু বলবে না" ।
ঐশি অন্য দিকে তাকিয়ে রইল । অন্য
দিকে তাকিয়েই বলল "তুমি জানো না
আমি কি বলতে চাই" ?
"জানি । তবে ..."
"তবে কি" ?
"জানি তবুও তোমার মুখ দিয়ে শুনতে
চাই" ।
"আমি একটা মেয়ে হয়ে ওকে কিভাবে বলি
বল" ?
"ওকে মানে!!! আমি তোমার বন্ধু রাজের কথা বলছি।তুমি কার কথা মনে করছিলা।আমি যদিও জানি ও আমাকে রাগানোর চেষ্টা করছে।
তাই আমি ওকে রাগানোর জন্য বললাম আমি যাই তাহলে যাই ?
টাটা" ।
আমি যাওয়ার জন্য তোড়জোড় করি ।
ঐশি চুপ করে দাড়িয়ে থাকল । আমি
যখন উঠে পড়লাম
ও বলল "আমাকে কষ্ট দিতে ভাল লাগে
তাই না ? মজা লাগে" ?
আমি আবারও হাসি । বললাম "সবার
বেলায় মজা লাগে না । তবে কিছু
মানুষ আছে যাদের চোখে যখন জল টলমল
করে তখন ...."।
"তখন" ? ঐশি চোখে পানি জমতে
তখন পানি জমতে শুরু করেছে ।এই মুহুর্ত টাই আমার সবচেয়ে ভালো লাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.