নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বাক্য....

জানার ইচ্ছা.........

আসিক ইসলাম

যে কোন বিষয়ে জানার ইচ্ছা.....

আসিক ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কতগুলি কঠিন সত্য : (প্রমাণিত)..। :D :D :D

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

১/ইঞ্জিন বা মোটর সারাবার পর যখন

হাতে তেল

লেগে থাকবে, তখনই নাক

চুলকোবে।

২/টেলিফোনে ভুল নম্বর ডায়াল করলে কখনো সেটা এনগেজড

বা বিজি থাকে না।

৩/যে লাইনে দাঁড়িয়েছেন, সেই লাইন

ছেড়ে অন্য

একটা লাইনে দাঁড়ালে দেখবেন

আগের লাইনটাই দ্রুত এগোচ্ছে।

৪/কাউকে নিয়ে যখন ঘুরছেন, তখন যাঁকে চান

না আপনাদের একসঙ্গে দেখেন-

তাঁকে দেখার সম্ভাবনাই বেড়ে যাবে।

৫/যখন কাউকে দেখাতে চান যে,একটা জিনিস

কাজ

করছে না, তখনই সেটা ঠিকঠাক কাজ করে বসে।

৬/মেইলবক্স বা পোস্টবক্স দেখা মাত্র আপনার

মনে পড়বে যে চিঠিটা পোস্ট করার

কথা ছিল, সেটা সঙ্গে নেই।

৭/বাসে উঠে বা অফিসে এসে ভাবনা শুরু হবে,

বাড়ির ফ্যানটা, লাইট, চুলা বা পাম্পটা বন্ধ

করে এসেছেন কিনা।

৮/অনেকক্ষণ থেকে পড়াশুনা করছেন কিন্তু কেউ

দেখলে না কিন্তু যেই মাত্র মোবাইল

হাতে বা পিসিতে তখন ই আব্বু-আম্মুর চোখ

পড়ে ।

৯/বস-কে যদি মিথ্যে অজুহাত দেন যে,টায়ার

ফাঁসার

জন্য কাজে আসতে দেরি হয়েছে; তাহলে পরের

দিনই

টায়ার ফাঁসবে।

১০/সবাই পোস্ট পড়ে কিন্তু বেশীরভাগই পোস্টে লাইক

দিতে অলসতা করে,এতে আমাদের আগ্রহ

হারিয়ে যাই

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

আসিক ইসলাম বলেছেন: ............... :P :P :P

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

মেহেদী হাসান '' বলেছেন: ৮ নাম্বার টা দিনে ৩-৪ বার ঘটতো :D :D

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আসিক ইসলাম বলেছেন: ভালো টো ভালো না.......

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আসিক ইসলাম বলেছেন: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ....। B-) B-) B-)

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

পেন্সিল চোর বলেছেন: জেমের মধ্যে বাসে বসে আছি বাস সামনে আর এগোচ্চে না।যখনই বাস থেকে নেমে যাই ঠিক ওই মুহুর্তে জেম ছেড়ে দেয়।এইটা আমার সাথে প্রায় হয়

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আসিক ইসলাম বলেছেন: ভালো ভালো.........। ;) ;) ;)

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মো: আতিকুর রহমান বলেছেন: হাহাপগে =p~ =p~ । লাইক দিলাম। আগ্রহ হারাবেন না প্লিজ লাগে...

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাসরুর প্রধান বলেছেন: রাস্তায় দাড়িয়ে থাকলে গাড়ি নাই, রাস্তা পার হতে গেলেই একগাদা গাড়ির লাইন।

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আলাপচারী বলেছেন: murfy's law

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রোজেল০০৭ বলেছেন: চার নং লাইক।

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

নূর আদনান বলেছেন: হাসা কইচ্চেন তো....... :P =p~ =p~ =p~

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অর্থনীতিবিদ বলেছেন: সুই, সুতো, কাঁচি ইত্যাদির মতো ছোট ছোট জিনিসগুলোকে প্রয়োজনের সময় কখনোই খুজে পাওয়া যায় না। অন্যান্য সময় এগুলো চোখের সামনেই পড়ে থাকে।

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

সোহানী বলেছেন: আরে তাইতো.............................

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

বাহলুল বলেছেন: মারফিজ ল। আপনি একটা বই উপর থেকে খোঁজা শুরু করলে বইটা থাকবে স্তুপের একেবারে নিচে, নিচ থেকে শুরু করলে থাকবে একেবারে উপরে, আর দুদিক থেকে শুরু করলে বইটা থাকবে একেবারে মাঝখানে।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

রাখালছেলে বলেছেন: পুরাই উরাধুরা পোাষ্ট। লাইক মানে এটাতো স্টিকি করা উচিত। আমি পক্ষে থাকলাম । মডু তুমি কোথায় । ওহ সরি উনারা তো দিনের বেলায় ঘুমায় । সরি । =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.