নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বাক্য....

জানার ইচ্ছা.........

আসিক ইসলাম

যে কোন বিষয়ে জানার ইচ্ছা.....

আসিক ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কথাগুলো শতভাগ প্রমানিত .......

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৯

১/ইঞ্জিন বা মোটর সারাবার পর যখন
হাতে তেল
লেগে থাকবে, তখনই নাক
চুলকোবে।
২/টেলিফোনে ভুল নম্বর ডায়াল করলে কখনো সেটা এনগেজড
বা বিজি থাকে না।
৩/যে লাইনে দাঁড়িয়েছেন, সেই লাইন
ছেড়ে অন্য
একটা লাইনে দাঁড়ালে দেখবেন
আগের লাইনটাই দ্রুত এগোচ্ছে।
৪/কাউকে নিয়ে যখন ঘুরছেন, তখন যাঁকে চান
না আপনাদের একসঙ্গে দেখেন-
তাঁকে দেখার সম্ভাবনাই বেড়ে যাবে।
৫/যখন কাউকে দেখাতে চান যে,একটা জিনিস
কাজ
করছে না, তখনই সেটা ঠিকঠাক কাজ করে বসে।
৬/মেইলবক্স বা পোস্টবক্স দেখা মাত্র আপনার
মনে পড়বে যে চিঠিটা পোস্ট করার
কথা ছিল, সেটা সঙ্গে নেই।
৭/বাসে উঠে বা অফিসে এসে ভাবনা শুরু হবে,
বাড়ির ফ্যানটা, লাইট, চুলা বা পাম্পটা বন্ধ
করে এসেছেন কিনা।
৮/অনেকক্ষণ থেকে পড়াশুনা করছেন কিন্তু কেউ
দেখলে না কিন্তু যেই মাত্র মোবাইল
হাতে বা পিসিতে তখন ই আব্বু-আম্মুর চোখ
পড়ে ।
৯/বস-কে যদি মিথ্যে অজুহাত দেন যে,টায়ার
ফাঁসার
জন্য কাজে আসতে দেরি হয়েছে; তাহলে পরের
দিনই
টায়ার ফাঁসবে।
১০/সবাই পোস্ট পড়ে কিন্তু বেশীরভাগই পোস্টে লাইক
দিতে অলসতা করে,এতে আমাদের আগ্রহ
হারিয়ে যাই

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: ১১। সবাই পোস্ট দেখে যায়, পড়েন না। মন্তব্যও করে না।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫

আসিক ইসলাম বলেছেন: তাই বুঝি ??

২| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:২৬

দেহ হীন মন বলেছেন: খুবই বাস্তবিক। সবার ক্ষেত্রে না হলেও আমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬

আসিক ইসলাম বলেছেন: হুঁ অনেকটা

৩| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:২৬

গেম চেঞ্জার বলেছেন: ১২। হঠাৎ যখন খেয়াল হবে আহাঃ ফোনের চার্জ ১০% এর নিচে চলে আসছে চার্জে লাগাতে হবে। ঠিক তখনই লোডশেডিং হবে।


(তবে কথাগুলো শতভাগ না। ৬০ ভাগ)

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬

আসিক ইসলাম বলেছেন: হা হা হা

৪| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:২৯

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: অসাধারণ!

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৭

আসিক ইসলাম বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ৪,৫টা ভাই এক্কেবারে মিলে গেল!! :-P
খুব ই বাস্তবিক পোস্ট।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৮

আসিক ইসলাম বলেছেন: তাই বুঝি ? ধন্যবাদ

৬| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩২

অপ্‌সরা বলেছেন: একটা লাইক দিলাম ভাইয়া!:)

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৯

আসিক ইসলাম বলেছেন: অনেক গুলা ধন্যবাদ

৭| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:১৬

লক্ষ্মীছেলে বলেছেন: গেম চেঞ্জার ভাইয়ের সাথে একমত। শুভ কামনা রইলো...

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৫

আসিক ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব।

৮| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১০

রিফাত_হাসান বলেছেন: ১৩। ভীড়ের মধ্যে বাসে বসে আছেন। ধৈর্য হাড়িয়ে বাস থেকে নেমে হাঁটা দিলেন। ঠিক তক্ষুনি জ্যাম ছুটে যাবে এবং বাসটি আপনার সামনে দিয়ে চলে যাবে। X((

২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৫

আসিক ইসলাম বলেছেন: হা হা হা ....... কথাটি ১০০% সঠিক

৯| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:২৬

বিজন রয় বলেছেন: বাস্তব।
+++

২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩৩

আসিক ইসলাম বলেছেন: হু

১০| ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:৪৩

হাফিজ বিন শামসী বলেছেন: :)

১১| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১৪<
যেই পোষ্ট লিখা হবে
খুব যত্ন করে খাতাতে;
ভুলেও তা যাবেনা কভু
নির্বাচিত পাতাতে।

২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩৪

আসিক ইসলাম বলেছেন: তাই বুঝি ?

১২| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৩

হাসান রাজু বলেছেন: ১৪। ভেবেছেন রিকশা ভাড়া ২৫ টাকা দিবেন । রিকশাওয়ালা ও ২৫ টাকাই চাইলো , কিন্তু গেলেন না । ২০ টাকা হলে যাবেন (একটু বাজাইয়া দেখলেন কমে যায় কি না )। এরপর আর কোন রিকশাওয়ালাকে ভাড়া ৩০ টাকা সাদলেও যেতে চায় না । X(

২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩৬

আসিক ইসলাম বলেছেন: হা হা হা ....... কথাটি সত্য জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.