নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বাক্য....

জানার ইচ্ছা.........

আসিক ইসলাম

যে কোন বিষয়ে জানার ইচ্ছা.....

আসিক ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এখানে দেখুন আমাদের শিক্ষা নীতি এবং জি পি এ ৫ এর হাল ( না পড়লে পুরাই মিস

৩০ শে মে, ২০১৬ দুপুর ১:১৮

জি পি এ ৫ :
বাংলাদেশের জি পি এ ৫ পাওয়া কতগুলো মেধাবী ছাত্র ছাত্রীর সাথে মাছ রাঙ্গা টেলিভিশনের প্রতিবেদকের সাথে কথোপকথন । আসুন শোনা যাক এই মেধাব ছাত্র ছাত্রীরা কি বলে?
জি পি এ ৫ মানে কী?
জানিনা
এখন মনে পড়ছেনা
গ্রেটিং পয়েন্ট
-----------------
এস এস সি মানে কি?
এখন মনে পড়ছে না।
জুনিয়র স্কুল সার্টিফিকেট
সেকেন্ডারি স্কুল সারটিফিকেট।
---------------
আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজী কি হবে?
আই এম জি পি এ ৫।
আই গিভ জি পি এ ৫
আই গেট জি পি এ ৫।
------------------
শহীদ মিনার কোথায় ?
জানিনা
মনে পড়ছে না।
------------------
অপারেশন সার্চ লাইট কি?
জানিনা
মনে হয় অপারেশন করার সময় যে লাইট জালানো হয় সেই লাইট।
২৫ শে মার্চ রাতে পাকিস্তানিরা বাংলাদেশের উপর যে হত্যাযজ্ঞ চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলে।
----------------------
শহীদ বুদ্ধিদিবস কবে?
জানিনা
১৭ ই আগস্ট
১০ ই ডিসেম্বর
------------------------------
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
জানিনা
------------------
স্বাধীনতা দিবস কোন তারিখে?
১৬ ই ডিসেম্বর
------------------
বিজয় দিবস কবে?
২৬ শে ডিসেম্বর
---------------------------
জাতীয় স্মৃতি সৌধ কোথায়?
জাতীয় স্মৃতি সৌধ হচ্ছে......।।
--------------
রনসঙ্গীত এর রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
--------------
জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
-----------
মাউন্ট এভারেস্ট কোথায়?
ইংল্যান্ডে
---------------
পিথাগোরাস কে?
একজন উপন্যাসিক
------------------------
নিউটন কোন তত্তের জন্য বিখ্যাত?
জানিনা
আইন্সটাইন এর কোন তত্ত্ব পড়েছ?
আইন্সটাইন পড়িনি নিঊটন পড়েছি। আচ্ছা ওই তত্তের নাম কি?
জানিনা, মনে হয় গাছ থেকে আপেল পড়ে
-------------------
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
জানিনা
মনে পড়ছে না
----------------
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল?
৯ টি
-----------------
নেপালের রাঝধানীর নাম কি?
নেপ্সুন
------------------
তুমি তো কম্পিউটার ব্যবহার কর?
এই করি, ফেসবুকেই আটকে থাকি, মাঝে মাঝে গান শুনি।
হার্ড ওয়ার আর সফট ওয়ার কি বলতে পারবে?
জানিনা।
--------------------
তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে কোন বই পড়?
পড়ি গল্পের বই পড়ি।
কার বই পড়?
রবীন্দ্রনাথের বই বেশী পড়ি।
রবীন্দ্রনাথের একটা গপের বই এর নাম বলতো?
হাম ...।।জানিনা।
-------------------------------
একবার ভেবে দেখেন সবাই কি ভয়াবহ অবস্থা। বিশ্বাস করা কঠিন। আর এদের ভবিষ্যৎ কি হবে?
আমরা কি এরকম ভবিষ্যৎ প্রজন্ম চেয়েছিলাম যারা জানবে না আমাদের রাস্ট্রপতির নাম কি?
এ লজ্জা কোথায় রাখি?
-------------------------
এরকম শিক্ষা ব্যবস্থার দায়ভার কে নেবে যারা জানেনা জি পি এ মানে কি, আবার বলে আমি জি পি এ ৫ পেয়েছি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৪৭

লক্ষ্মীছেলে বলেছেন: =p~ =p~ =p~ রবীন্দ্রনাথ =p~ =p~ =p~ এগিয়ে জান কবি।

৩০ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

আসিক ইসলাম বলেছেন: ধন্যবাদ জনাব

২| ৩০ শে মে, ২০১৬ দুপুর ২:৫১

gazi salah uddin বলেছেন: এটা ডিজিটাল বাংলাদেশের চিএ।এটা ডিজিটাল বাংলাদেশের চিএ।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯

আসিক ইসলাম বলেছেন: হু চিত্র টা সুন্দর , তবে সাবধান সরকার পক্ষ দেখলে আপনাকেও ডিজিটাল করে দিবে জনাব ........

৩| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:০০

দেশপ্রেমিক পোলা বলেছেন: তুই পড়াশুনা করিস চাকরির জন্য আর আমি রাজনীতি করে তোকে চাকুরী দেওয়ার জন্য। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্লোগান। এর ফলে শিক্ষা মন্ত্রনালয় জিপিএ ৫ দেওয়ার ছাত্রছাত্রী না পেয়ে গনহারে জিপিএ ৫ দিচ্ছে, শিক্ষার উন্নয়ন দেখাতে হবে না? সুতরাং এসব উত্তর অস্বাভাবিক নয়।

৪| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভেবে দেখেন সবাই কি ভয়াবহ অবস্থা। বিশ্বাস করা কঠিন। আর এদের ভবিষ্যৎ কি হবে?
আমরা কি এরকম ভবিষ্যৎ প্রজন্ম চেয়েছিলাম

নাহিদ সাহেব নিশ্চয়ই সন্তুষ্ট!!!! X((

পুরা দেশটাকে ভবিষ্যতে গোল্লায় যাবার ষড়যন্ত্র চলছে-দীর্ঘমেয়াদী প্লানে। সতর্ক হতে হবে সকল ক্ষেত্রে!

যার বড় খাত হচ্ছে শিক্ষাব্যবস্থা নষ্ট করে শিক্ষার্থীদের এরকম পঙ্গু করে গড়ে তোলা!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.