![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেখা সেরা সুন্দরী
আশিক রওশন
তুমি এ পৃথিবীর সেরা সুন্দরী
তোমার রুপের মায়ায়-মায়ায় ,
ইচ্ছেটা প্রজাপতির ডানায় উড়োউড়ি ।
তোমার ও কেঁশে কালো মেঘ দাপিয়ে খেলা করে ,
বাঁকা ঠোঁটের হাসিতে এ ভূবন নূয়ে পরে ।
তোমার হস্ত নখে বজ্র-বিদ্যুৎ ,
ও চোখের মায়ায় চেয়ে-চেয়ে নিঝুম ঘুমের ছুঁট ।
তোমার মিষ্টি কন্ঠের কনিকায় উদ্বেলিত শিহরণ,
অধরের গহ্বিনে অমৃত খনির ঝলক বিচ্ছুরন ।
বৃষ্টি স্নানে ফোঁটা তুমি শুভ্র টগর ,
রক্ত লালে বেয়ে-বেয়ে সোহাগী ও দুটি ওষ্ঠ অধর ।
ভূলে যাই তুমি মর্ত্যের মানবী ,
ভেবে-ভেবে আঁকতে থাকি তোমার তরঙ্গঁদ্বীপ্ত রুপের অপরুপ সব ছবি ।
©somewhere in net ltd.