![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না যে আমার কি লেখা উচিত, তাই কিছু লিখলাম না।
শীতের প্রেমিকা
আশিক রহমান (সাইন্টিস্ট)
সাদা জানালার গ্রিল ধরে
পথ চেয়ে থাকি আজও।
অভিমান ভুলে কখনো
আবার ফিরে যদি আসো।
এগারোটা বাজে
দেয়াল ঘড়িতে
হয়নি তেমন রাত,
ফিরে এসো হয়ে
শীতের প্রেমিকা
করব না উৎপাত।
ডাইনিংয়ের মোমবাতিগুলো
একে একে নিভে যায়,
তারকার দিকে বিষন্ন চেয়ে
শুয়ে আছি বিছানায়।
কুকুরগুলো নেতিয়ে পড়েছে
তোমার অপেক্ষায়,
এসো ভয় নেই
জোনাকিরা আছে
মৃদু অভ্যর্থনায়।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২২
জগতারন বলেছেন:
চাঁদ গাজী ও রাজীব নুরকে ছাড়া সামু ভালো লাগছেনা।
তাহারা ফিরে আসুক কামনা করি।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
রাইসুল সাগর বলেছেন: কাব্য ভালো হয়েছে, শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখা সাবলীল। আধুনিক। কিন্তু আমি একটু কনফিউশনে পড়ে গেলাম - এটা রম্য কবিতা, নাকি সিরিয়াস কবিতা?
শীতের প্রেমিকা - শিরোনামেই রম্যের গন্ধ
প্রথম স্ট্যাঞ্জা - নির্মল প্রেম
করবো না উৎপাত - এখানে রম্য।
৩ নাম্বার স্ট্যাঞ্জা - সিরিয়াস প্রেমবিরহের ভাবনাবিলাস
কুকুরগুলো নেতিয়ে পড়েছে - এখানে কুকুর কি কোনো রূপক, নাকি কুকুর প্রজাতি? ওরা নেতিয়ে পড়ছে কেন?
যাই হোক, শুভ কামনা। ব্লগে নিয়মিত লিখুন কবিতা।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
নির্মোহ ভালবাস ও আবেদন।
কবির প্রতি সুভেচ্ছা ও ভালোবাসা জানাই।