![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
কৃতজ্ঞ ‘সামু ’ এবং ব্লগার ভাইদের কাছে এত আন্তরিক পরামর্শের জন্য। ব¬গে আমি একেবারেই নবাগত। আমার রূপসী বাংলার ব্লগার বন্ধুরা, কবি জীবনানন্দ দাশ বাংলার নদী মাঠ জোছনা শিশির ভালোবেসে হৃদয়ের গহীনে যে শব্দমালা গেঁথেছেন , তার উষ্ণতা থেকে আমিও বিচ্ছিন্ন ছিলাম না কখনোই। কিন্তু আমি ভেবেছিলাম ‘দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে।’ কিংবা ‘নরম ধানের গন্ধ-কলমির ঘ্রাণ , হাঁসের পালক, শর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ...’-এর মতো দু-চারটি অমর উদ্ধৃতি রচনা করে এ জীবনকে স্বার্থক করতে। অথচ শেষ পর্যন্ত আমার দ্বারা হলো না কোনো কিছুই। হবেও না। জানি আমি। কারণ আমার কোনো প্রতিভা নেই , ছিলোও না কোনোকালে। নিশ্চিত জানি। অজস্র ব্যর্থতা দিয়ে ভরিয়েছি আমি আমার এ জীবন।।
প্রায় ১০০০ কবিতা লিখলেও পুষ্ট কোনো প্রকাশনায় কিংবা ও কোনো কাব্য সংকলনে প্রকাশিত হয়নি সেসব । বেশকিছু প্রবন্ধ-নিবন্ধও রয়েছে ,পোস্ট দেবো হয়তো কখনো। কোনো এক দুর্ঘটনায় ১২ বছরের লেখা হারিয়ে পাগলপ্রায় হয়েছিলাম। অনেক উপন্যাস এবং ছোটগল্প উধাও, যার একটিও প্রকাশ করতে পারিনি।
‘গোমতি নদীর এপার ওপার’-উপন্যাসটি লিখতে তিন বছর লাইব্রেরীওয়ার্ক করেছিলাম। হারিয়েছি। জীবন কেটেছে চরম দারিদ্র্যে বরাবরই। খুব বেশি আশাবাদী মানুষ থেকে ক্রমাগত হয়ে যাই একজন হতাশাগ্রস্ত মানুষ। বারবার চাকুরি ছেড়ে বেকার থেকে পাগল হয়ে গিয়েছিলাম। গত ১৮ বছরে আমি প্রায় ৮ বার পত্রিকার চাকুরি ছেড়ে দিয়েছি। গত ডিসেম্বরে আমি প্রথম ‘সামু’-তে আসি। তারপর কিছুদিন ছিলাম , আবার আউট। আমার বিশ্বাস ‘সামু’-আমার জীবনে এক নতুন বাঁক তৈরি করবে। শ্যামল বাংলার অসাধারণ ব্লগার বন্ধুরা আমার , এ মাসেই আমি একটি চাকুরি নিলাম আবার। ৬ জেলাব্যাপী প্রকাশিত একটি নতুন দৈনিক পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে। কম্পোজ শিখছি আবার। যেটুকু কম্পোজ করতে পারছি, তা-ই ‘সামু’-তে পোস্ট করে দিচ্ছি। সুন্দর সুন্দর মতামত পাচ্ছি আপনাদের। মতামতের জন্য অনেক ধন্যবাদ। বিলুপ্তপ্রায় এক লোক আমি , আশার সন্ধান পেলাম আপনাদের কাছ থেকে।
ধন্যবাদ।
আমি ‘সামু’-তে এসে খুঁজে পেলাম আত্মপরিচয়ের শিকড়। অর্থাভাবে গ্রন্থ কিংবা লিটলম্যাগ ছাপাতে পারিনি।‘সামু’-তে লেখা প্রকাশ করতে পারছি, এটা যে আমার জন্মমাটির প্রতি ভালোবাসার কতো বড় অমর সঙ্গীত , বুঝাতে পারবো না। ‘সামু’-আমার ‘মধুকূপী ঘাস, শঙ্খচিল-লক্ষীপেঁচা-সুদর্শন সুবিশাল বট-অশত্থ , চিনিচাঁপা কলা, হিজলের গাছ’ । তবে একদা আমিও ছিলাম একজন রুশ-সমর্থক , ক্রেমলিনের সমাজতান্ত্রিক ইতিহাস আমিও পড়েছিলাম। বিপ¬বী নেতা হতে আমিও চেয়েছিলাম। কিন্তু পরে ‘বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে’ এই আমাকে। তারপর ‘চারিদিকে চেয়ে দেখি পল¬বের স্তূপ , জাম-বট-কাঁঠালের-হিজলের-অশ্বত্থের করে আছে চুপ’। তা-ই দেখে আমার এ হৃদয়ের গহীনে মৃত সব লতাগুল্মও প্রাণ পেয়ে যায়। কিন্তু আমি বাদ হয়ে যাই এই সমাজের অনেকের চোখে। অর্থপাগল হইনি বলে তাদের চোখে আমি এক পরিত্যক্ত মানুষ। তারপরও আনন্দিত যে এখন ‘সামু’-তে আমার লেখা প্রকাশ করতে পারছি। এটা যে আমার জন্মমাটির প্রতি ভালোবাসার কতো বড় অমর সঙ্গীত , বুঝাতে পারবো না। ‘সামু’-আমার ‘মধুকূপী ঘাস, শঙ্খচিল-লক্ষীপেঁচা-সুদর্শন সুবিশাল বট-অশত্থ , চিনিচাঁপা , হিজলের গাছ’ ।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৬
জসীম অসীম বলেছেন: থ্যাংকস। ভালো থাকুন। মতামতের জন্য ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭
আহমেদ জী এস বলেছেন: জসীম অসীম ,
প্রতিভা নিয়ে কেউই জন্মায় না, ক্ষনজন্মা গুটিকয়েকজন বাদে ।
মধুকূপী ঘাস, হিজলের ঘ্রান যিনি গায়ে মেখেছেন তার মনের আকাশে শঙ্খচিল উড়বেই । আর তা থেকে জন্ম নেবে নিজের উপর ভালোবাসার । এই ভালোবাসাই তাকে শেখাবে জীবন, পকেটে ভরে দেবে অভিজ্ঞতা । এ থেকেই জন্ম হবে আর এক শুদ্ধ মানুষের ।
আপনার জন্যে এমোন কামনাই রইলো .....
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
জসীম অসীম বলেছেন: আমি মুগ্ধ আপনাদের মতামত পেয়ে। অনেক ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪
হামিদ আহসান বলেছেন: আগাম ঈদমোবারক আপনাকে .....................
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৭
জসীম অসীম বলেছেন: আপনাদের এত আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৭
জসীম অসীম বলেছেন: থ্যাংকস। ভালো থাকুন।মতামতের জন্য ধন্যবাদ।
৪| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১২
নাভিদ কায়সার রায়ান বলেছেন: এতো হতাশ হওয়ার কিছুই নাই। চাকরীটা ঠিক রাখেন ভাই। জীবনে টাকা পয়সা দরকার আছে।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪২
জসীম অসীম বলেছেন: আপনার মতামত ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।
৫| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভকামনা রইল ভাই।++
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৬
জসীম অসীম বলেছেন: আপনাদের মতামত আমাকে ভীষণ এগিয়ে নেবে।
৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০
অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা +++++
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
জসীম অসীম বলেছেন: আপনাদের এত ভালোবাসায় আমার আর পিছু টান নেই। অনেক ধন্যবাদ।
৭| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ পর্যন্ত আপনি এই ব্লগে এসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং স্বচ্ছন্দে লিখতে পারছেন, এটাই আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট এবং প্লাস পয়েন্টও। চাকরির প্রতি নিবেদিত থাকুন, পাশাপাশি ব্লগে লিখুন। আশা করি সমস্ত হতাশাকে পাশ কাটিয়ে খুব শীঘ্র আপনি সাফল্যের মুখ দেখবেন।
শুভকামনা থাকলো।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৮
জসীম অসীম বলেছেন: থ্যাংকস। ভালো থাকুন। মতামতের জন্য ধন্যবাদ।
৮| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫১
হানিফ রাশেদীন বলেছেন: শুভ কামনা রইলো।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৭
জসীম অসীম বলেছেন: আপনাদের মতামত আমাকে ভীষণ এগিয়ে নেবে। আপনাদের এত আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।এত ভালোবাসায় আমার আর পিছু টান নেই। অনেক ধন্যবাদ।
৯| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
হরিণা-১৯৭১ বলেছেন: বহুরূপী শিবির?
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৫
জসীম অসীম বলেছেন: শিবির ছিলাম ,কমিউনিস্ট ছিলাম। এখন আমি মুক্তচিন্তার জগতের একজন মানুষ। মতামতের জন্য ধন্যবাদ।
১০| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৯
জসীম অসীম বলেছেন: থ্যাংকস। ভালো থাকুন। মতামতের জন্য ধন্যবাদ।
১১| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা ।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৯
জসীম অসীম বলেছেন: মধুকূপী ঘাস, হিজলের ঘ্রান যিনি গায়ে মেখেছেন তার মনের আকাশে শঙ্খচিল উড়বেই ।ধন্যবাদ।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩
মাহমুদ০০৭ বলেছেন: আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল ।
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
জসীম অসীম বলেছেন: সুন্দর সুন্দর মতামত পাচ্ছি আপনাদের। মতামতের জন্য অনেক ধন্যবাদ। বিলুপ্তপ্রায় এক লোক আমি , আশার সন্ধান পেলাম আপনাদের কাছ থেকে।আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ।ভালো থাকুন। আপনাদের এত আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: ভালো