![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
ইউক্লিডের জ্যামিতি তোমার না জানা থাকলেও
ক্ষতি তেমন ছিলো না
কিন্তু তুমি যে স্নাতক হয়েও
জীবনানন্দ বিশেষ জানো না
এতে তোমার ত্রিভুজাকার প্রিজম
বেশ ক্ষতিগ্রস্থ হয়।
তাই বলছি
এখনো সময় আছে
কমপক্ষে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে
রবীন্দ্রসংগীত শুনো
অমর্ত্য সেন যদি রবীন্দ্রপাঠে
এতো অগ্রসর হোন
তাহলে তো তোমার-আমার
বাংলাদেশের তিতির-বনমোরগ-রাজহাঁস
নীলকান্ত-মাছরাঙা-হরিয়াল পাখি চেনা
প্রথম এবং প্রথমতর কাজ।
চলো আমরা পাখিদের কাছ থেকে
ইউক্লিডের নতুন পাঠ নেই
জীবনানন্দের পাঠ নেই
নিউটনের আপেল গাছটি থেকে।
©somewhere in net ltd.