![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
প্রকাশ:
কবিতা সংকলন:
‘জীবনের জলছবি’
মার্চ: 2004
========
বৃষ্টির কাছে বৃষ্টি নেই
নভোযানে নেই চাঁদ
ঘন্টার নেই ছুটি
জলের বুকে ডুবে বরফ
মেরু অঞ্চলে একটুও শীত নেই
বাংলায় নেই একটি গাঙচিলও আর
কালো চোখে নেই
কোনো কৃষ্ণকলি
পৃথিবীতে আর অল্পই
অক্সিজেন আছে
সাত সাগর আর তেরো নদী জুড়ে
ছড়িয়ে রয়েছে
কবরের পর কবর।
===========
রচনা:
ডিসেম্বর: 1992
শাহবাগ,
ঢাকা।
নোট: সত্যিই পৃথিবীতে আর অল্প অক্সিজেন আছে।
ধেয়ে আসছে মহাপ্রলয়ও।
নুহের মহাপ্লাবন সত্য, দেব-দেবীর কথাও সত্য।
মেসোপটেমিয়ার ধ্বংস সত্য, গ্রীক পুরানের বাণী সত্য, বাইবেলের লেখাও সত্য, কোরআনের আয়াত সত্য, বিজ্ঞানের বার্তাও সত্য, মায়া সভ্যতার বিনাশ সত্য। মিথ্যে শুধু বেঁচে থাকা। সত্য শুধু শুধুই সত্য। আর সত্য মৃত্যু মৃত্যু।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৮
জসীম অসীম বলেছেন: সত্যি বলেছেন। আগে থেকেই ছিলো। ভালো থাকবেন। শুভ কামনা। নিরন্তর।
২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যু জীবনের সবচেয়ে নির্মম সত্য যেটা মোকাবেলা করতেই হবে।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩০
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। আমার লেখা থেকে হতাশা তাড়াতেই পারছি না সেলিম আনোয়ার ভাই। হয়তো অনেক কারণেই। ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর।
৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ২:০৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: আমরা সবাই মৃত্যুর জন্যই তো বেচে আছি। মৃত্যু না থাকলে তো বেচে থাকা হতো না। তবে পৃথিবীর প্রতি অবহেলা মৃত্যুর চেয়ে ভয়ানক।
শুভকামনা,
- দেয়ালিকা বিপাশা।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৪
জসীম অসীম বলেছেন: পৃথিবীর প্রতি কী না জানি না, নিজের প্রতি ভীষণতর অবহেলা তৈরি হয়েছেই এবং তা থেকে উত্তীর্ণ হতেই পারছি না। আপনার শেষ কথাটি থেকে মানসিক রসদ নিতে চেষ্টা করবো: ‘পৃথিবীর প্রতি অবহেলা মৃত্যুর চেয়ে ভয়ানক।’ ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭
রানার ব্লগ বলেছেন: হাহাকার আছে আপনার কবিতায়