![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
গ্রামের প্রকৃতির পাঠশালায় যার একদিন
অতি অতি সাধারণ পাঠ শুরু হয়েছিল
সে একদিন স্বপ্ন দেখেছিল
ওপেনস্ট্রিটবাসী হওয়ার
অক্সফোর্ড যে দুঃস্বপ্নেও দেখেনি কোনোদিন
এমন বিচিত্র জীবন নিয়েও গল্প হতে পারে
যে কেবল বারবারই
জীবনের সঙ্গেই সংঘাতে জড়িয়ে যায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২
জসীম অসীম বলেছেন: ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিখ্যাত উক্তির কথা জানি। কিন্তু আপনার উক্তিটি আমার দারুণ ভালো লেগেছে যে, গ্রামের পাঠশালা থেকে অনেকে হার্ভার্ডেও পড়তে গেছে। গ্রামের পাঠশালা কোন সমস্যা না।
কিন্তু এখানে আমি বুঝাতে চেয়েছি, মূলত আমার প্রবণতাই বলছে, আমি যেন এক নৈরাশ্যবাদী মানুষ। তাই --- । ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: নৈরাশ্যবাদী মানুষ হলে এই রকম কবিতা লিখতে পারতেন না। কবিরা নিরাশ লোকদের মন আশায় ভরে দিবে এটাই সবাই কামনা করে। কবিরা হোল সমাজের আশার আলো, সমাজের বিবেক।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৬
জসীম অসীম বলেছেন: যথার্থই বলেছেন। অমৃতবচন। কিন্তু তারপরও নৈরাশ্যকে উপেক্ষা করা যায় না। অন্তত আমি পারি না।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: আপনার হাতে সময় নেই এ কথাটা কখনো বলবেন না । কারণ আপনার চেয়ে কম সময় নিয়ে এই পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ জন্মেছিলেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫০
জসীম অসীম বলেছেন: মেনে নিলাম। এ কথার বিকল্প আমার কাছে নেই। অনেকে অনেক বয়স পেয়েও কোনো কাজে লাগে না। উদাহরণ: আমি। ভালো থাকবেন। নিরন্তর।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০৯
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা।
০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২১
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।
গ্রামের পাঠশালা থেকে অনেকে হার্ভার্ডেও পড়তে গেছে। গ্রামের পাঠশালা কোন সমস্যা না।
'স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ' ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিখ্যাত এক উক্তি এটি।