নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বিজনেস আইডিয়া আমার মাথায় আসছে। আমি প্রতি জেলায় লোক নিয়োগ দিব, তাদের কাছে তিনটি করে বানর থাকবে। তারা বানরের খেলা দেখাবে। বানর প্রতি এক পোয়া বাদাম আর চারটি কলা বরাদ্দ থাকবে প্রতি দিনের জন্য। আমার কর্মচারিরা রাস্তায় রাস্তায় বাদরের খেলা দেখাবে। প্রতিদিনের আয় আমাকে বিকাশে পাঠাবে। আমি মাস শেষে সবাইকে বেতন দিয়ে দিব। ঢাকা চিরিয়াখানা থেকে প্রতি বছর খুব কম দামে বুড়া বাদর বিক্রি করে দেয়। তাহলে দেখা যাচ্ছে খুব বেশী ইনভেস্ট আমাকে করা লাগবে না।
খালি টাকা আর টাকা।
১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯
মোতাব্বির কাগু বলেছেন: রিক্স হ্যায় তো ইসক হ্যায়
২| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
নীল আকাশ বলেছেন: লাভ নাই, খুব একটা চল্বে না।
আজকাল দেশের মানূষ রাজনৈতিক বানরদের কাজকাম দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে।
অন্য কোন ধান্দা বের করুন।
১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩০
মোতাব্বির কাগু বলেছেন: ঠিক
রাজনৈতিক বানরাই প্রতিপক্ষ
৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: স্বপ্নই যদি দেখবে, আরো বড় স্বপ্ন দেখুন।
স্বপ্নে যদি পোলাউ রাধো, তাহলে ঘি কম দেওয়ার দরকার টা কি?
১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৫
মোতাব্বির কাগু বলেছেন: থিংক বিগ
৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫
রানার ব্লগ বলেছেন: প্রথমে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের নামে অভিযওগ করা উচিৎ, কেন তারা বৃধ্য বাদোড় গুলো কে বিক্রি করে দেয়, এটা অমানবিক, দ্বিতীয় আজকাল বাচ্চারা অনেক সচেতন তারা বাদর খেলা দেক্তে চায় না, এমনো হতে পারে আপনার বাঁদর ওয়ালা কে মারধর করে বাঁদর ছেরে দিবে। ইনভেস্টমেন্ট জলে।
১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০২
মোতাব্বির কাগু বলেছেন: হুম
৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনার আইডিয়া সরকারের যুব উন্নয়ন বিভাগ লুফে নেবে; আপনার গতি হয়ে গেছে
১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
মোতাব্বির কাগু বলেছেন: দেখা যাবে বানরের উপর ট্রেনিং করতে সরকারী কর্মকর্তারা সুইজারল্যান্ড যাবে.।.।।।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
অধীতি বলেছেন: বানর সামলে বিকাশ করতে যে বাঁদরামি করবেনা তার নিশ্চয়তা কই।
১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
মোতাব্বির কাগু বলেছেন: হু্ম
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৮
মোতাব্বির কাগু বলেছেন: আরও আইডিয়া আছে কিন্তু কমেন্ট নাই আমি হতাশ
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বিজনেস তো এইডা হয় নাই। এখন ছাগলের ব্যাবসা করতে পারেন, কোরাবানীতে ছাগলের দাম অনেক চড়া।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৭
বিজন রয় বলেছেন: আচ্ছা কাগু কেমন আছেন?
আপনার আউডিয়া খারাপ না। তবে নিঃস্ব হতে পারেন।
সালাম কাগু।