| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমণী আজ বেধোনা চুল
তোমার চুলে ঢেউ খেলে যায় শেষ বিকেলের হাওয়া
সেই হাওয়াতে মাতাল হয়ে করতে পারি ভুল
রমণী আর ঢেলনা জল
জলের তোড়ে ভেসে যাবে আমার ভালবাসা
প্রেম হারিয়ে হব আমি আখি ছলছল
রমণী আজ জ্বেলোনা বাতি
বাতির আগুন পুড়িয়ে দেবে আমায়
পুড়ে গেলে কেমনে তোমায় পাব জীবনসাথী
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:০২
কবীর বলেছেন: ভালো লাগলো।