নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে তাই লিখি, লেখাটা রক্তে ......

অসীম সীমান্ত

যেথা আমার সীমারেখা সেথায় বাধি ঘর

অসীম সীমান্ত › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের প্রেম

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭

স্বপ্নে আমি তোমায় দেখি
আমি দাড়িয়ে আছি ঝুম বৃষ্টিতে
ভিজছি অবিরত তোমার প্রতিক্ষায়
তুমি এলে আমি বুঝে নেব
কারন সেই নুপুর আমি চিনি
কিংবা দুর থেকে আমি দেখব
তুমিও রিকশার হুড ফেলে দিয়ে ভিজছ
ছাতার কোনো প্রয়োজন নেই
শ্রাবণের ধারা তোমায় বেয়ে নামবে
হয়তোবা তোমার কাজল ধুয়ে দেবে
তাতে কি, তোমার চোখ আমার চেনা
অথবা দেখব পাহাড়ি পথে তুমি
বাদলের জলে নৃত্যে মশগুল
আর আমার হৃদয়ের ছন্দপতন
আমি অঝোর ধারায় তোমার প্রেমে পড়ব
তুমি ভাবতেও পারবে না
সেই সন্ধেটা কত রুপসী
আবার হয়তো দেখব, তুমি
শ্রাবণ রাতে সুরমার ঘাটে
আমার জন্যে ভিজে একাকার
আমি তোমার ভেজা চুলে হাত বুলাবো
মনে পড়বে প্রথম দিনের কথা
যেদিন তোমায় দেখেছিলাম

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪১

কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪

অসীম সীমান্ত বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩১

কবীর বলেছেন: শুভ ব্লগিং ............

রিপ্লাইতে উত্তর দিবেন ।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৮

অসীম সীমান্ত বলেছেন: অবশ্যই ভাইয়া, ধন্যবাদ ....

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫১

কবীর বলেছেন:

এই ছবিটি নমুনা হিসাবে দিলাম ।।। একটু ভাল ভাবে খেয়াল করে দেখুন।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৫

অসীম সীমান্ত বলেছেন: ধন্যবাদ, খুঁজে পেয়েছি।

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৪

কবীর বলেছেন: প্রথমে, সবুজ তীর চিহ্ন এ যে হবে,
ক্লিক করে পরে
আপনার মন্তব্যর ঘর আসবে।
সেখানে লিখবেন।
আশা করি, এখন বুঝেছেন।

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭

অসীম সীমান্ত বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

অসীম সীমান্ত বলেছেন: ধন্যবাদ

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

সিগনেচার নসিব বলেছেন: দারুন কবিতা


ভাল লাগা জানিয়ে দিলাম ভাই

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২০

অসীম সীমান্ত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.