![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ মানুষ। সত্য ভালোবাসি, সত্যকে খুঁজি, মানার চেষ্টা করি। শখ করে কবিতা, গল্প, উপন্যাস লিখি। ফেসবুকে পাবেন আমাকে ashiq07ru লিখে সার্চ দিলেই।
কাওকে আমার তিক্ত দুঃখ নিতে হবে না।
আমার ব্যথায় ব্যথিত হওয়া লাগবে না।
হাটতে হবে না সাথে হলেও রাত্রি গভীর।
কোনও দরকার নাই কারও সহানুভূতির।
খবরদার! কেও বসাবে না আমার কষ্টে ভাগ।
দেখাতে হবে না আমায় কোনও অনুরাগ।
কাওকে ভাবতে হবে না আর আমায় নিয়ে।
অনুভব করতে হবে না আমায় হৃদয় দিয়ে।
কাওকে নেভাতে হবে না হৃদয়ের অতৃপ্ত অনল।
আমার পাগলামিতেও কেও যেন না হয় পাগল।
কাওকে এগুতে হবে না আকাঙ্ক্ষা পূরণে।
কারও সঙ্গ লাগবে না আমার একলা বিহনে।
কাওকে আসতে হবে না আমার কাছাকাছি।
আমার কষ্টগুলো নিয়ে আমি একা সুখেই আছি।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০
সুলতান আশিক মাহমুদ বলেছেন: ধন্যবাদ স্যার।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক দুঃখ ও ক্ষোভের কবিতা। ভালো লাগলো।