নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ। সত্য ভালোবাসি, সত্য খুঁজি, সত্য মানার চেষ্টা করি। শখ করে কবিতা, গল্প, উপন্যাস লিখি। ফেসবুকে পাবেন আমাকে ashiq07ru লিখে সার্চ দিলেই।

সুলতান আশিক মাহমুদ

আমি সাধারণ মানুষ। সত্য ভালোবাসি, সত্যকে খুঁজি, মানার চেষ্টা করি। শখ করে কবিতা, গল্প, উপন্যাস লিখি। ফেসবুকে পাবেন আমাকে ashiq07ru লিখে সার্চ দিলেই।

সুলতান আশিক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কোথাও প্রেম নেই

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৬

কোথাও প্রেম নেই
আছে বিরহ শোক কান্না।
হিংসা ক্রোধ স্বার্থ
মানুষকে আকড়ে ধরেছে।
আমি দুখিনী নারীর আর্তনাদ শুনি,
দেখি আঁধারে চোখের জলে বালিশ ভেঝানো।
আমি শুনি শোষকের অট্টহাসি।
দেখি রাজপথে যুবকের অকালমৃত্যু।
আমি দেখি কাপুরুষতা,
শত জনের সম্মুখে পাঁচটি হিংস্র পশু কর্তৃক
একজন নারীর সম্ভ্রমহানি।
আমি দেখি হাসপাতালের বেডে ধুঁকে ধুঁকে
একজন দামিনীর মৃত্যু।
আমি দেখি প্রতারিত প্রেমিকের হৃদয়ে
প্রবল রক্তক্ষরণ।
মানুষের অস্তিত্ব আছে ঠিকই
কিন্তু মানবতা নেই।
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।
বিলীন হয়ে গেছে অনেক আগেই।
আছে সন্ত্রাসীর ত্রাস।
নিরীহ লোকের কম্প।
দুঃখ বেদনা জ্বালা।
আছে শক্তির দম্ভ।

তবে এখানেই শেষ নয়।
গৃষ্মের দহনের পর আবারও বর্ষা আসবে।
আবারও পৃথিবী শীতল হয়ে উঠবে।
আবারও প্রেমের জন্ম হবে।
বন্ধ হবে দুর্নীতি অবিচার দন্দ্ব।
আমরাই জন্ম দেব প্রেমের।
গড়ে তোলব প্রেমের এক সুন্দর পৃথিবী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪

দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা++++++++++++++++

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

সুলতান আশিক মাহমুদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.।.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.