![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্তা, মরিচ আর ধনে বাটা ভক্তা'র সাথে ফেন ভাত চাই,
পেটে মারবেন না; স্বয়ং রাষ্ট্রসংঘ আইন জারি দিয়েছে
পেটে না মেরে পিঠে মারুন, তাও সই।
কর্তা, শিক্ষা দিবেন না; এই মুখ নিয়ে নিমকহারাম হবনা,
সুশিক্ষার জন্য সর্প-ব্যাঙের খেলাই যথেষ্ট।
কর্তা, কৃতজ্ঞতা জানাই; এত অসময়ে মরতে দিচ্ছেন না,
দু'খানি হাতের ঢের অভাব এই শ্রমের বাজারে।
কর্তা, দেহ না ঢাকার বাণী শুনি - নগ্নতা যেখানে শিল্প -
আমাদের দূল পরা নারীদের আপনার রমণী লাগে!
বিশাল এ মহীরুহ বিধায় কুঁড়েঘরের আকুতি তুলি না কর্তা,
আপনার ছায়ায় আমাদের দুর্বার মতন কোমল কায়া!
কর্তা, এত গুণের তারিফে অবাক নয়নে তাকাবেন না - নিত্য প্রাতঃস্মরণীয়
এ বাণী আওড়াই; আজান, হুলুলুলু ডাকে যেন ভুলি না মম
আল্লা-ভগবান-ঈশ্বর।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ, রুবেল ভাই।
প্রকাশেই মন জানে........। ভালো মন্দ বলুন। ভালোই লাগবে।
আপনাকেও শুভেচ্ছা।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৩
নিহন বলেছেন: ওয়াও .......
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৭
ফারহান দাউদ বলেছেন: কর্তায় কি শুনবে??
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১১
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
জানি না......।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
দেবতা বলেছেন: +
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৪
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
আপনার নিকটা তো ভয়ংকর। আশার কথা দেবতার আর্শীবাদ পেলাম।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৯
কঁাকন বলেছেন: রুবেল শাহ বলেছেন: বিশ্লেষন করার মত ভাষা জ্ঞান আমার নেই.......... তাই
ভাল লাগা রেখে গেলাম..........
শুভেচ্ছা রইল
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫
আশরাফ মাহমুদ বলেছেন: রুবেল ভাইকে ধন্যবাদ।
কাঁকনবালা, মন ভালো?
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: কি যে ভালো লিখেছেন আশরাফ।
বিশাল এ মহীরুহ বিধায় কুঁড়েঘরের আকুতি তুলি না কর্তা,
আপনার ছায়ায় আমাদের দুর্বার মতন কোমল কায়া!
..............ভাবনায় আসবে অনেক দিন।
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাবনায় আসলে তো সমস্যা! মনের জ্বালা বড় জ্বালা।
ভালো আছেন? ভালো না থাকুন, খারাপ থাকবেন না। খারাপ থাকা নিষিদ্ধ।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৩
আরিফ থেকে আনা বলেছেন: কি খবর আশরাফ? তোমার প্রোফাইলে আগের কবিতাটা দাও প্লিজ, যতদুর মনে পড়ে স্বর্ণলতা নামের কবিতা
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪০
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমার খবর সর্বদা ভালোই। তোমার কি খবর আরিফ ভাই? লেখাপড়া কেমন চলছে?
কি ব্যাপার? স্বর্ণলতা নামের কেউ কি.......?
Click This Link
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
এস্কিমো বলেছেন: হুমম - ভালইতো লাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১
আশরাফ মাহমুদ বলেছেন: বিনীত ধন্যবাদ।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভালো লাগলো আশরাফ। একটা কথা যদিও, 'পেঠে' শব্দটা কি 'পেটে' হবে?
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ অনেক।
হ্যাঁ। বানান ভুল ছিল।
ঠিক করলুম।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫
মুকুল বলেছেন: ফাটাফাটি কর্তা!
*****
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ।
লজ্জা দেন কেন?
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগছে । +++++
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
আশরাফ মাহমুদ বলেছেন: বিনীত ধন্যবাদ।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪
আমি ও আমরা বলেছেন: দারুন লাগছে আশ্রাফ। মজা নিয়া পড়লাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ, বাপ্পী ভাই।
আমার নামটা "আশরাফ" এই বানানে লিখলে প্রীত হব।
এত সিরিয়াস লেখায় মজা পাইলেন?
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩
প্রাকৃত বলেছেন: দারুণ................
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০২
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৯
আসিফ আহমেদ বলেছেন: কর্তা, আন্গুল তব থেমে গেছে অক্ষরগোছার উপর
অনেক ভালো হইছে, অন্যরকম।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২২
আশরাফ মাহমুদ বলেছেন: বিনীত ধন্যবাদ।
কর্তা, আঙুল গরম পানিতে ভিজিয়ে নেন।
"আঙুল তব" মানে? আমার আঙুলের কথা বলছেন?
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৯
নিহন বলেছেন: বালানি ??
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: জ্বী, আপনি?
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৬
আমি ও আমরা বলেছেন: এই মজা সেই মজা না। মজা নিয়ে পড়েছি মানে সুখপাঠ্য।
আশরাফ- এবার হইছে???
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০০
আশরাফ মাহমুদ বলেছেন: আমি দুষ্টুমী করেছিলুম। আমি বুঝতে পেরেছিলাম আপনার কথাটি।
হয়েছে।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৭
আমি ও আমরা বলেছেন: আরেকটু বললে বলা যায়- কবিতার ভেতরে আমি খুব ভালো ভাবে ডুবে গিয়েছিলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০১
আশরাফ মাহমুদ বলেছেন: বেশি ডুবলে জল পানের আশংকা এসে যায়। সাধু সাবধান।
১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
তামিম ইরফান বলেছেন: বাহঃ
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
হাহঃ ।
ভালো আছেন, গোলাবী?
১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫
নিহন বলেছেন: আমার খবর কে লই ??
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০২
আশরাফ মাহমুদ বলেছেন: আমি নিলাম। খবর কি?
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২
রেটিং বলেছেন: জোশিলা লাগছে। লেখো কেমতে এিসব। গভীর কবিতা।
তোমারে দেকি না কেন ? কই থাক ?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২১
আশরাফ মাহমুদ বলেছেন: বিনীত ধন্যবাদ পড়ার জন্য।
আমি লিখি না, টাইপ করি।
আপনি এটা কি ছবি লাগাইলেন?
আমি তো প্রায় আসি....... ।আপনারে দেখি না। ভালো আছেন?
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
রেটিং বলেছেন: আমার ছবি । আমি গত ৩ দিন ধইরা আইতেছি, তোামরে দেখি না
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৯
আশরাফ মাহমুদ বলেছেন: হে হে। তা আর বলতে.....।
(তবে মেকাপটা বেশি হয়ে গেছে বোধহয় )।
আমি তো আপনারে দেখি না।
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪০
অচন্দ্রচেতন বলেছেন: বড়ই সৌন্দর্য্য!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৭
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৯
তামিম ইরফান বলেছেন: ভালো আছি আশবাফ
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১২
আশরাফ মাহমুদ বলেছেন: লেজ কিন্তু সত্যি সত্যি কাটার ব্যবস্থা করব আমার নাম উল্টাপাল্টা লিখলে।
ব্যস্ততা কিসের এত? কবিতা চাই।
২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৮
তামিম ইরফান বলেছেন: ঠিকাছে আর বলবো না আশবাফ......লেখাপড়া,অফিস সবকিছু মিলে একটু ব্যস্ত আছি.....।টবে ২-১ দিমের মধ্যে নতুন লেখা দিবো।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৩
আশরাফ মাহমুদ বলেছেন: আবার। বুঝলাম কাটার বন্দোবস্থ করতে হবে, এই বাঁকা লেজ সোজা করা যাবে না।
"দিম" জিনিসটা কি? মাইশা কেমন আছে?
২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৯
আসিফ আহমেদ বলেছেন: হু, কবিতার সাথে মিলিয়ে তোমাকেই কর্তা বানিয়ে দিয়েছি
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৫
আশরাফ মাহমুদ বলেছেন:
আমি তো তোমারে ভেবে কবিতাটা লিখলাম।
কর্তাবাবু, চলছে কেমন?
২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৫
তামিম ইরফান বলেছেন: মানুষ মাত্রই ভূল হয়(man is mortal).........
মাইশা নামে কাউকে চিনি না আশবাফ
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: খেক খেক। ইংরেজি'র প্রবাদ-প্রবচন পাল্টানোর অভিযানে নেমেছ নাকি?
চিনা লাগব না।
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫
ত্রিভুজ বলেছেন: দারুণ...
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৭
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ।
২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬
রেটিং বলেছেন: পোলামািনসে মেকাপ নেই না, শুধু একটুখানি ক্যপ পড়ছি, আর কিছু পোলাগো গহনা
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দর দেখাচ্ছে, আপনার মতো (আপনাকে তো আপনার মতনই লাগবে )
দিনকাল কেমন যাচ্ছে?
২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
রাতিফ বলেছেন: বেশ শক্তিশালী লেখা.........কবিতা কবিতার মতো হয়েছে।
শুভেচ্ছা থাকলো আশরাফ ভাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: বিনীত ধন্যবাদ, রাতিফ ভু।
লজ্জা দিলেন!
ভালো থাকুন। শুভেচ্ছা।
৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
নাহিন বলেছেন: জটিল... অঅঅঅঅঅঅসাম ... দূর্দান্ত... দারুণ...
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ।
এত বিশেষণ!
ভালো থাকুন।
৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৩
মেহেদী ইকবাল রমি বলেছেন: ভালো , ভালো।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০২
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০১
মানুষ বলেছেন: কর্তার ইচ্ছায় কর্ম
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০২
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই।
৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৬
নিহন বলেছেন: কেমন আছো ??
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: ভালো আছি। তবে দৌড়ের উপর আছি।
তোমার খবর কি?
৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩
রাশেদ বলেছেন: ব্যতিক্রমী লেখা। সব সময়ে প্রেম প্রেম ভালো লাগে না। থ্যাঙ্কু তোমারে।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
আশরাফ মাহমুদ বলেছেন: বিনীত ধন্যবাদ, রাশু।
এখানেও কিন্তু প্রেম আছে। কিছু মানুষের বোধগুলো স্পর্শ করার প্রেম।
ধন্যবাদ তো আমার দেয়ার কথায!
৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩
রাশেদ বলেছেন: হা হা!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: হাসো কেন? (তোমার ফোকলা দাঁত দেখার স্বাদ নায় )
৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৮
রাশেদ বলেছেন: স্বাদ নাই!!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: বানান ভুল । স্বাধ নাই।
দাঁত দেখানো বন্ধ কর।
৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
রাশেদ বলেছেন: শখ নাই হবে! পুলাপাইন বাংলা জানে না!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২২
আশরাফ মাহমুদ বলেছেন: আমি একটু ভিন্ন আঙ্গিকে বললাম আরকি। হক কথা, পোলাপাইন (রাশু'র মত ) বাংলা জানে না আজকাল। কবিতা লিখলে হাজারটা শব্দার্থ জিজ্ঞেস করে।
৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৮
রাশেদ বলেছেন: কই থাইকা আজিব আজিব শব্দ নিয়া আসবা!! জিগাইলে দুশ!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪১
আশরাফ মাহমুদ বলেছেন: হে হে। অভিধান দেখ।
আমরা জানি কিভাবে? আমাদের উপর তো অভিধান নাযিল হয় নাই ।
৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৪
নিহন বলেছেন: messenger a jaw
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: কাজ করে না!
৪০| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৪
নিহন বলেছেন: তুমি কাজ কর ??
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: মানে? বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৩
রুবেল শাহ বলেছেন: বিশ্লেষন করার মত ভাষা জ্ঞান আমার নেই.......... তাই
ভাল লাগা রেখে গেলাম..........
শুভেচ্ছা রইল