নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

শুরু হতে না হতে, শেষ হয়ে যাওয়া প্রেমের গল্প।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

- হ্যালো, স্যার কেমন আছেন?
- হুম, ভাল।
- স্যার, আপনি গতকাল পড়াতে আসেননি কেন?
- অন্য একটা কাজের ব্যস্ততা ছিল। তাই আসা হয়নি।
- মনটা খুব খারাপ।
- কেন?
- আপনি পড়াতে না আসলে মন খারাপ হয়ে যায়।
- হুম।
- স্যার, আপনি কি কিছু বোঝেন না!!!
- কি বুঝবো?
- এটাও আমাকে বলে দিতে হবে?
- মালিহা, আমি সবকিছু বুঝতে চায় না।
- স্যার, আমার চোখের ব্যাকুলতা, আপনার জন্য মনের আকুলতায় আমি বিভোর থাকি।
- তুমি বয়সে অনেক ছোট। আবেগে পরিচালিত হও।তাই সহজে তুমি যেটা ভাবতে পারো। আমি তা পারি না।
- আমার সমগ্র ভাবনায় আপনি, মনের সবটুকু জুড়ে আপনার বিচরণ।
- মালিহা, বাড়িতে পরিবারের খরচ, অসুস্থ বাবার ঔষুধ, ছোট বোনের পড়ার খরচ। সবই দিতে হয় টিউশনির টাকায়।সাথে আছে আমার পড়া, থাকা ও খাওয়া খরচ।যেখানে এতগুলো বাস্তবতা মিশে আছে। সেখানে ভালোবাসার সপ্ন দেখা সম্ভব না। ভুলভাল চিন্তা মুছে ফেলে পড়ায় মনোযোগী হও। রাখি।
- হ্যালো, হ্যালো, স্যার আমার একটা কথা শুনুন। হ্যালো..... ( ফোনটা কেটে গেছে, আছে শুধু গভীর নীরবতা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.