নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

কথোপ- কথন : ১

০২ রা মে, ২০১৬ রাত ১:১৪

- নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ আমার ভীষন ভালো লাগে। আচ্ছা, তোমার কেমন লাগে?

- একদম ভালো লাগে না। বরং ঘন কালো মেঘে ঢাকা আকাশ আমার ভালো লাগে।
- তোমাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠব। তাবুতে গল্প করে কাটিয়ে দেব এক রাত।

- আমার উচ্চভীতি আছে, পাহাড়ের চূড়ায় উঠব না। তার চেয়ে কোনো এক বিকেলে রিকশায় দুজনে হারাবো অচেনা পথে।

- আচ্ছা, পালতোলা নৌকায় কোনো এক গোধূলী বেলায় আমরা নদীর ঢেউ গুনবো?

- পালতোলা নৌকায় আমার দম বন্ধ হয়ে আসে। বড্ড ভয় লাগে যদি নদীতে ডুবে যায়।

- আচ্ছা, তোমার সাথে আমার কোনো ইচ্ছা, ভাবনা ও চিন্তার বিন্দুমাত্র মিল নেই। তারপরও তুমি বিহীন কোনো কিছুই ভাবতে পারি না। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তোমার অবাধ বিচরণ।

- আমিও না অনেক ভেবেছি গো। তোমার সাথে কিছুই তো মেলে না আমার। তারপরও আমার। কল্পনা জুড়ে শুধু তোমারই আনাগোনা।

- আমি কিছু জানি না। শুধু এটুকু জানি তুমি আছো বলেই আমি বেঁচে আছি। মিল-অমিল, ইচ্ছা- অনিচ্ছা বা বিপরীত ভাবনা এর কোন কিছুতেই ভালোবাসা প্রকাশ পায় না। অনুভাবই ভালোবাসার পূর্ণতা। আর অনুভাবই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে।

- আমিও কিছু জানি না। শুধু জানি আমার সব টুকু সময় তোমারই ভাবনায় কেটে যায়। সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে তোমার চোঁখেই আমার সবটুকু নির্ভরতা। আর ঔ নির্ভরতাই আমার ভালোবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.