![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।
ওমরান দাকনিশকে সিরিয়ার আলেপ্পো শহর থেকে তাকে উদ্ধার করা হয়। আলেপ্পোর কাতেরচি এলাকায় বিমান হামলা চালায় সরকারি বাহিনী। বিমান হামলায় ধসে পড়ে একটি বাড়ি। সেই বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এম্বুলেন্সের ভিতর সে নির্বাক হয়ে বসে আছে, ধূলা আর রক্তে তার মুখমন্ডল একাকার হয়ে গেছে। সে বোঝার শক্তি হারিয়ে ফেলেছে। নির্বাক হয়ে সে নিজের হাতে তার রক্ত মুছে নিচ্ছে। এ রকম একটা ভিডিও কিছুদিন হলো ভাইরাল হয়ে গেছে। দুঃখজনক হলেও সেই ভিডিও টা আমি দেখেছি। ভিডিও টা দেখার পর মনটা ভীষন খারাপ হয়ে গেলো। একটা শিশু সে জানে না যুদ্ধ কি, তারপরও সেই ভয়াবহতার শিকার হতে হয় তাকে। ওমরানের মুখটা এতোটা সরলতায় ভরা দেখলে আপন মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, সিরিয়ায় সরকারি ও বিরোধী পক্ষ দুটোই নিজেদের আধিপত্য ও ক্ষমতাকে আকড়ে রাখতে আর্দশ বিহীন এক সংঘাতে লিপ্ত হয়েছে। যেখানে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। ওমরানের মতো অজস্র শিশুর পরিবার হারাচ্ছে তাদের সাজানো সংসার। ওমরানের শৈশব পরিনত হচ্ছে ভয়ের ও দিন কাঁটছে নিরাপত্তাহীনতায়। ওমরান তুমি ক্ষমা করো আমাদের। বড়দের ক্ষমতার লড়াইে তোমার নির্ভরতা ও আনন্দের শৈশব পরিনত হলো ভয়ের। তোমার সরলতা ও কোমলতা ধারণ করতে ব্যর্থ হয়েছে এই ধরনী। হয়তো বা তোমার জন্য কিছু করার ক্ষমতা আমার নেই। কিন্ত মনের গহীন থেকে তোমার জন্য প্রার্থনা করি। আর কোনো ভয় তোমাকে যেনো ঘিরে না ধরে। আজ খবরে জানলাম তোমার আহত ভাই যন্ত্রণায় কাতর হয়ে অবশেষে মারা গেছে। মহান আল্লাহ তাআলা যেনো তোমার পরিবারকে এই শোক সামলানোর ক্ষমতা দেয়। শুধু তোমার জন্য দূর দেশের আমার মতো একজন অসহায় মানুষের ভিতরটা কান্নায় ভেঁজে গেছে। তোমার দুঃখে আমিও দুঃখী। তোমার পৃথিবী সুন্দর করতে না পারার ব্যথতায় আমাদের ক্ষমা করো।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: এভাবে শত ওমরান বিশ্ব মাঝে