নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মানুষের বিশ্বাসঘাতকতা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

জীবনে কখনও কখনও অদ্ভুত পরিস্থিতির কাছে অসহায় আত্মসমর্পন করতে হয়। চোঁখের সামনে সব স্বপ্ন বন্যার পানির মত ভেসে চলে যায় অচেনা গন্তব্যে। কষ্টের তীব্রতায় চোখও পানি শূন্য হয়ে যায়। জনস্রোতের মাঝেও একা একা লাগে।

সাইমুন কবির সব বাধা বিপত্তি ও কাছের মানুষদের আপত্তি সত্ত্বেও ভালবাসার তীব্র আকর্ষনে যে রমনীর মাঝে নিজেকে সপে দিয়েছে। সময়ের বিবর্তনে ও বাস্তবতায় সমীকরনে ভালবাসা দূর আকাশে উড়ে গেছে। সেই রমনী অর্থ ও বিলাসীতার মোহে তারই কাছের বন্ধুর মার্সিডিজ গাড়িতে লংড্রাইভে আনন্দ খুজে নিয়েছে। অর্থের কাছে ছিনতাই হয়ে গেছে প্রিয় মানুষটি। জীবনের্ এই পরিস্থিতিতে অসহায়য়ের মত নীরব দর্শকের ন্যায় দেখা ছাড়া আর যে কিছু করার থাকে না।

সাদিয়া ইসলাম ৪ বছর দুর্দান্ত প্রেম করার পর প্রিয় মানুষটির সাথে বিয়ের পিড়িতে বসেছেন। সাদিয়ার বিয়ের প্রথম সপ্তাহ ছিল স্বপ্নের মত রঙ্গিন। প্রিয় মানুষটির মুগ্ধতায় মোহিত হচ্ছেন ক্রমাগত। কিন্তু সেই মুগ্ধতা ভেঙ্গে গেলে বিয়ের ২য় সপ্তাহের প্রথম দিন। যে রুমে ফুল শয্যা হয়েছিল। সেই রুমে অন্য নারীর সঙ্গে স্বামীকে অাবিস্কার করলেন। তারপর প্রায়ই এই দৃশ্য দেখতে হয়েছে। অজস্র নারীকে মুগ্ধতার জালে বন্দী করেছে তার স্বামী। প্রিয় মানুষটির বিশ্বাস ভঙ্গের বেদনা নীরবে মেনে নিয়েছেন। জায়নামাযে বসে সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করা ছাড়া আর কিছু যে নেই।

আমাদের চারপাশে এই রকম অজস্র ভালবাসার প্রতারনার গল্প ছড়িয়ে আছে। প্রিয় মানুষটির বিশ্বাস ভঙ্গের কথা যে কাউকে বলা যায় না। নীরবে মেনে নিতে হয়। শুদ্ধতম ভালবাসা হৃদয়ে লালনকারীরা কষ্টের অতীব আগুনে পুড়ে ঝলসে যাই। দীর্ঘশ্বাস জমতে জমতে ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষত কখন যে ক্যান্সারে পরিনত হয়ে হৃদয়ের ভালবাসার অনুভূতি নি:শ্বেষ হয়ে গেছে। তা নিজেও বুঝতে পারে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১

আদর্শ সৈনিক বলেছেন: পরকিয়া করলে পাপ হবে

২| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.