নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

কপটতায় ভরা সমাজে আমাদের বেঁচে থাকা।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩

বর্তমান আমি এুটিপূর্ণ এক সমাজে বাস করছি। যেখানে ধর্ম, অর্থনৈতিক অবস্থা দিয়ে মানুষে মানুষে বিভেদের দেয়াল তুলে দেওয়া হয়েছে। যার ফলে অবৈধ পথে ইনকাম করে বিত্তশালী হওয়া মানুষ গুলো সমাজের নিয়ন্ত্রক হয়ে উঠেছে। তাই, বিভিন্ন সময়ে সমাজের নানা ঘটনা অবলোকন করতে হয়েছে।

আমি চারপাশে নিখুঁত অভিনয়ের মানুষ দেখেছি। অসহায় মানুষকে অর্থ দিয়ে দিনের আলোতে নিজের ব্যক্তিত্বকে সমাজের চোখে উজ্জ্বল করেছেন। আবার সেই মানুষ ফাঁদে ফেলে রাতের আঁধারে অসহায় মানুষকে পথে নামিয়ে বিজয়ের হাসি দিয়েছেন। বিশ্বাসের ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে দেখেছি সমাজের চোখে ধর্মভীরু হিসেবে পরিচিত মানুষকে। দেশ রক্ষার নামে নিবেদিত হওয়া মানুষ কে দেশের অর্থ লুট করে ধনাঢ্য হতে দেখেছি। শিক্ষকতার মতো মহান পেশাকে ও কলংকিত করেছে কিছু মানুষরূপী পশু। তাদের বিকৃত চারিএিক লালসার ঘটনা শুনে স্তম্ভিত হয়েছে।

আমাদের চারপাশ এক গাঢ় আঁধারে তলিয়ে যাচ্ছে। ক্রমগত খারাপ মানুষ গুলো সবকিছু গ্রাস করে নিচ্ছে। কবি হুমায়ুন আজাদ তার কবিতায় বলেছেন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে। বর্তমান সমাজে কবির এই কথাগুলো বড্ড বেশি সত্য। শুধু একটায় প্রার্থনা সবারই যেনো শুভ বুদ্ধির উদয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.