![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।
জীবনের সব গল্পের গভীরতা, নীরবে পুঁড়ে যাবার ক্ষত সিনেমার রুপালি পর্দা বা রঙিন মলাটের বইের পাঁতায় উঠে আসে না।
প্রাচুর্যের ভিতরে অট্রলিকার এসি রুমে নিশব্দের রাতে মেয়েটি অতি সাধারণ একজনকে না পাবার ব্যাকলতায় ডুকরে কেঁদে উঠার শব্দ ও চেপে রাখে কারন স্বামী যে পাশের বালিশে বিভোরে ঘুমাচ্ছে। কিংবা কোন এক কাজল চোখের মেয়েকে নিয়ে এক ছাঁদের নিচে থাকার সপ্ন নিয়ে চোখে গুছানো ছেলেটিও যখন ছন্নছাড়া হয়ে কোন রকম একটা চাকরি পাবার আশায় অফিসের দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে নির্ঘুম রাত কাঁটায়।
দিন রাত পরিশ্রম করে যে পিতা তার পরিবারের সবার সুখ নিশ্চিত করেছে, সেই পরিবারে একটা সময় যখন তাকে মূল্যহীন, উচ্ছিষ্টের মতো বোঁঝা হয়ে পড়ে থেকে কোন রকমে রাত পার করে।
ছেলের ভবিষৎ উজ্জ্বল করার জন্য যে মা টাকা বাঁচানোর জন্য কখনও ভালো শাড়ি পড়েনি, কম দামী শাড়ি, গয়না পড়ে কাটিয়ে দিয়েছে অনেক গুলো বছর। সেই ছেলে বড় অফিসার হয়েও আর কখনও খোঁজ রাখেনি সেই কম দামী শাড়ি পড়া অভাবী মার।সেই বোকা মায়ের রাত কেটে যায় চোখের পানি আর অনাহারে।
এসব মানুষ গুলোর ভিতরকার হাহাকার, যন্ত্রণার গভীরতা কোন মাধ্যমেই তুলে ধরা যায় না। এ মানুষ গুলো খুব সযত্নেই নিজের ভিতর এই ক্ষত পুষে রাখে।
২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
আশরাফ সিদ্দিকী বলেছেন: welcome...
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:৫৭
ওমেরা বলেছেন: জী সব মানুষের ভিতরই না পাওয়ার কিছু না কিছু কষ্ট আছেই । ধন্যবাদ ।