নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার রং

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

কখনো এমনও হয়, অচেনা কেউ নিমিষে মনের ভিতর জায়গা করে নেয়। মুহূর্তের মধ্যে ভীষণ আপন হয়ে যায়। কল্পনার রাজ্যে বার বার দেখা দেয়। কিন্ত এই আপন হওয়া মানুষটির কোনো ঠিকানা পাওয়া যায় না অনেক সময়। কারণ হঠাৎ চলার পথে রাস্তা, রেল স্টেশনে, বাস স্টপ কিংবা কলেজে এক মুহূর্তের দেখাতেই মনের গহীনে জায়গা করো নেয়। বিশাল শূন্যতা তৈরি করে রাখে। কখনো বা চলন্ত রিকশায় হালকা বাতাসে ভেসা বেড়ানো খোলা চুলেও মন হারিয়ে যায়। কিংবা দূরের কোনো গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের সিটের জানালার পাশে মায়াভরা শান্ত মুখ কখনও অশান্ত করে দেয় ভিতরটাকে।

জীবনের পথে এই মুহূর্তের ভালোবাসার রেশ অনেক সময় নিজের অজান্তে স্থায়ী জায়গা করে নেয়। কিন্ত যে মানুষটিকে ঘিরে এই মায়ার জগত সে কখনই জানতে পারে না, আর জানবে বা কি করে তার সাথে হয়তো দেখা হয় না আর কখনও। তারপরও অচেনা, ঠিকানাবিহীন কারও জন্য নিজের ভিতরের গভীর টানের কোনো ব্যাখ্যা থাকে না, ব্যাখ্যার দরকার হয়ও না। কারন ভালোবাসা কখনও যুক্তি, ব্যাখ্যা এগুলো মেনে হয় না। তাই, ভালোবাসার রং বড্ড বেশি বৈচিএ্যময়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: ভালবাসার অনেক রঙ। সবাই তা দেখতে পায় না।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

আশরাফ সিদ্দিকী বলেছেন: সহমত

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আরে--- আপনার দেখি আমার মতো অবস্থা।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

আশরাফ সিদ্দিকী বলেছেন: হাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.