নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

সর্ম্পকের টানাপোড়েন

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

জীবনে সর্ম্পকের গল্প গুলো অনেক বেশি জটিল এবং কখনও কখনও এতোটা ক্ষত তৈরি করে যে মনের ভিতরের সুন্দর অনুভূতিকে শূন্য করে দেই।

যে মেয়ে দীর্ঘ ভালোবাসার পথ পাড়ি দিয়ে তার প্রিয় মানুষের সাথে চার দেয়ালের ভিতর সংসার করছে। বিয়ের মাএ দুই বছর পর ভালোবাসার সেই মোহ, অনুভূতি গুলো এখন তার কাছেই বিভীষিকাময়, ভীতিকর। কারন সেই প্রিয় মানুষটি যে কোমল হাত একসময় তাকে আগলে রাখতে, নির্ভরতা দিতো।সেই হাতেই প্রতি রাতে আঘাতে জর্জরিত হয় শরীর। দুপুর বেলায় প্রিয় মানুষের হাতের আঘাতে চোখের নিচে কাঁলচে দাঁগ ঢাকতেই ভারী মেকাপ করে সন্ধ্যায় কোন অনুষ্ঠানে হাসি মুখেই সেই হাত ধরেই পাশাপাশি হেঁটে স্বাগত জানাতে হয় সবাইকে। সুখী দম্পতি বলে বাহবা দিতে থাকে আশেপাশে ঘিরে থাকা মানুষ গুলো।
কি অদ্ভুত এই জীবন, প্রিয় মানুষের আঘাত ঢাকতে হয়, বালিশ চেঁপে কান্নায় রাত পার করতে হয়। কিন্ত এই মানুষটিই ভালোবাসায় ডুঁবিয়ে রেখেছিলো, স্বপ্নের এক জীবন পার করার গল্প বলেছিলো। কিন্ত বিয়ের পর এতো দ্রুত সেই মানুষটিকে ভয়ংকর, ভুল মানুষে পরিনত হয়। ভালোবাসার টুকরা একটা গল্প এটা। এরকম ভালোবাসার অজস্র বেদনার গল্প লুকিয়ে আছে আমাদের চারপাশে চার দেয়ালের ভিতর। যে গল্প গুলো বলা যায় না, মেনে নেওয়া যায় না। শুধু পানি ছলছল চোখই জানে ভালোবাসার গল্পের ভিতরটা অনুভূতি শূন্য ও ভুলে ভরা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

কানিজ রিনা বলেছেন: কথা গুল সত্যই বলেছেন। দুই যুগ অতিক্রম
করেছি নির্মমতা সয্য করে। শুধু সন্তানদের
দুর্বলতায়। কতবার সিদ্ধান্ত নিয়েছি ফিরে
যাব হয়ত কখনও চলে গিয়েও ফিরে এসেছি
সন্তানদের জন্য ওদের বাবা বহুগামী মাতাল।
ওদের ঘারে সৎমা এনে দিবে,ধর্য ধরেছি
হয়ত বাচ্চারা বড় হলে ভালও হতে পারে।
এই আসায়। এখন বাচ্চাদের নিয়ে আলাদা
থাকি ওরা বাবার অসংলগ্ন জীবন পছন্দ
করে না। তবুও বাচ্চারা বাবার কারনে পরিচিত
মানুষের কাছে লজ্জায় মুখ লুকায়।
ভাল কিছু উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

আশরাফ সিদ্দিকী বলেছেন: সত্যি প্রিয় মানুষের এরকম বিশ্বাসহীনতা ও নির্বোধ আচারণের কোন ব্যাখ্যা থাকে না। মহান আল্লাহ তাআলা আপনা কে এসব বাস্তবতা মেনে সামনের দিকে চলার আরো শক্তি দিক ও সুন্দর ভবিষৎ তৈরি হোক এই প্রার্থনা করি।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

ভুল বানান বলেছেন: পরিবর্তনের কারন ?

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগ পরিবারের এখন এই হাল। কিছু ক্ষেত্রে কম টাকা-ই একমাত্র কারণ। কিছু ক্ষেত্রে শাশুড়ির অবহেলা, কিছু ক্ষেত্রে শাশুড়িকে স্ত্রীর ঠিকভাবে মেনে না নেয়া...

৫| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: সম্পর্ক টিকিয়ে রাখতে হবে শ্রম দিতে হয়। ভালোবাসা দিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.