নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার প্রকারভেদ

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

ভালোবাসার অনুভূতি, আবেগ একেক জনের কাছে একেক রকম। যে মানুষ তার প্রিয়তমার সাথে একই ছাদের নিচে থাকার অপরাধে, শুধু সকালবেলা তার পবিএ মুখ দেখে দিন শুরু করার জন্য নিজের পরিবারের সাথে সর্ম্পক নষ্ট করতে হয়।পিতামাতা বিহীন একটা দিন কল্পনা করা যেত না।সেই পিতামাতা দূরের পরিণত হয়। কোনো এক গভীর রাতে প্রিয়তমাকে বুকের ভিতর আগলে রেখে যেমন নির্ভর মনে হয়।একই সাথে পরিবারের আপন মানুষ গুলোর কাছে যেতে না পেরে চোখে নীরব কান্নার পানি জমা হয়। সেই মানুষটির ভালবাসার অনুভূতি বড় বেশি সাদা কালো। কখনও কখনও সুন্দর আবার একই সাথে ভীষণ হাহাকারের।

আবার কারও কারও কাছে কাছে ভালবাসার অনুভূতি বর্ণহীন, একপক্ষীয়।যে প্রিয় মানুষটির জন্য সব ত্যাগ করলেও শান্তি লাগে, সহজে কল্পনার রাজ্যে রাণী হয়ে যায়। কিন্ত সেই প্রিয় মানুষটি থাকে উদাসীন। তার মন বাধা অন্য কারও মনে। ফলে এই অভাগা মানুষ গুলোর কাছে ভালবাসার অনুভূতি শুধু কালোতে ঘেরা। সাদা দেখার ইচ্ছা অধরা থেকে যায়।

এক শ্রেণীর মানুষ থাকে যাদের কাছে ভালবাসার অনুভূতি পুরোটা রঙিন। এরা জাদুকরী মোহে মনের মন্দিরে জায়গা করে নেয়।তারপর চাঁর দেয়ালের মাঝে মন থেকে শরীরে ভালবাসা ছড়িয়ে দেয়।যখন শরীরের আকর্ষণ কমে যায়, তখনই এরা উড়াল মারে অন্য কোনো প্রান্তে, যেখানে নতুন করে চাঁর দেয়ালের ভিতর শরীরের ভালবাসা ছড়ানো যায়।এদের কাছে ভালবাসা শুধু খেলা, সময় শেষ খেলা ও শেষ।

চালাক মানুষ গুলো ভালবাসায় পরাজিত হলেও, ডানা ঝাপটে নতুন উদ্যেমে আবার ও অন্য কারও মাঝে ভালবাসা খুঁজে নেয়।তাই ভালবাসার আঘাত এদের স্পর্শ করতে পারে না।

কিন্ত অল্প কিছু বোকা মানুষ আছে, যারা ভালবাসায় একবার পরাজিত হলে আর উঠে দাঁড়াতে পারে না। ভালবাসার মানুষকে আজীবন বুকের ভিতর লালন করে, গভীর রাতে বোবা কান্নায় বালিশ ভেঁজে একাকার হয়।ভালবাসার আঘাতে ক্রমগত আবেগ শুন্য হয়ে যায়। তবে এই মানুষ গুলো আছে বলে ভালবাসা এখনও পবিএ আভা ছড়ায়।

আমার চারপাশে অজস্র চালাক মানুষের ভীড় দেখতে পায়। এদের পাশ কাটিয়ে আমি বোকা মানুষ গুলো খুঁজি।ভালবাসতে হলে যে বড় বেশী বোকা হতে হয়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা নিয়ে লেখাটি পড়ে ভাল লাগল।
সবার বুকের ভালবাসা ভাল থাকুক।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

আশরাফ সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ, ভালোবাসার জয় হোক।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

কামরুননাহার কলি বলেছেন: ভালোবেসে এতো কষ্ট, বেদন, দুঃখ কেনো হয়। সবাই কেনো কষ্ট, বেদনা, দুঃখকেই মেনে নেয়।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

আশরাফ সিদ্দিকী বলেছেন: ভালোবাসায় এতো বাঁধা ও কষ্ট আছে বলেই ভালোবাসা পাবার জন্য ব্যাকুল হয়ে থাকে মানুষ। সুন্দর ও শুভ্র ভালোবাসা লালনকারী মানুষ গুলো বেঁচে থাকুক।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

তারেক_মাহমুদ বলেছেন: ভালবাসলে কষ্ট পেতে হয়, তবুও মানুষ বারবার ভালবাসে।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

আশরাফ সিদ্দিকী বলেছেন: হুম, সত্যি এতো কিছুর পর মানুষ ভালোবাসা খোঁজে, মমতায় ডুঁবে যেতে চায়।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

কানিজ রিনা বলেছেন: আপনার তিন প্যারার লেখাটা সত্য আজকাল
বেশীর ভাগ পুরুষ নিম্নবিত্ত ও উচ্চবিত্তরা
এই শরীরি ভালবাসা একটা ছেড়ে একটা
আনন্দে ব্যাস্ত, এরা বানর প্রকৃতির মানুষ
দেখতে মানুষের মত। হঠাত টাকা হওয়া
মানুষ, রিক্সা ভ্যান চালকদের ভিতর এই
প্রবনতা বেশী। ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

আশরাফ সিদ্দিকী বলেছেন: ভালোবাসার পবিএতা তখনই নষ্ট হয় যখন কোন সামাজিক স্বীকৃতি ছাড়া অবাধে শরীর বিলিয়ে দেওয়ার প্রবনতা তৈরি হয়। শরীর গ্রাস করে নেও সবটুকু।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: আমি আপনার মূল বক্তব্য বুঝতে পারি নি।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

আশরাফ সিদ্দিকী বলেছেন: বাস্তবতা ও পরিস্থিতি অনুযায়ী ভালোবাসার অনুভূতি, আবেগের যে ভিন্নতা সেটাই তুলে ধরা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.