![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।
বাস্তব জীবনে সম্পর্ক গুলো অনেক বেশি জটিল এবং রহস্যে ঘেরা। যে মানুষটি নিমিষে কাউকে খুন করে, চাঁদাবাজি এবং রাহাজানি করাই যার পেশা। রক্তের হোলি খেলা যার বেশি প্রিয়। সেই ভয়ংকর মানুষটির জন্য ও কোন মায়াবতী তরুণী লাল শাড়ি ও টিপ পড়ে এবং চোখে কাজল দিয়ে কোন পড়ন্ত বিকালে অপেক্ষায় থাকে।
কোন বৃদ্ধ রিকসা চালককে লাথি মেরে যে ঘুষখোর ট্রাফিক পুলিশ ঘুষের টাকা নেয়, সেও দিন শেষে তার তিন বছরের কন্যার জন্য জুস কিনে বাসায় ফেরে। কন্যার কাছে সে শীতল ও আদ্র মনের আব্বু।
মদের আসরে নেশায় আছন্ন হয়ে যে ছেলেটি মধ্য রাতেও বাসায় ফেরেনি তার জন্য মমতাময়ী মা রাতের খাবার নিয়ে তার আদরের খোকা আসবে বলে না ঘুমিয়ে বসে থাকে।
রক্তের সব সম্পর্ক ছিন্ন করে শুধু একজনের প্রিয়মুখ দেখে সকাল শুরু করার জন্য একই ছাঁদের নিচে দীর্ঘদিন থাকার পর ঔ মানুষটি আবিস্কার করলো তার প্রিয়তমা অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে তাকে প্রতারিত করছে।
এটা জানার পরও সেই প্রিয়মানুষটির মুখ এখনও পবিএ মনে হয়। এই সত্যটাকেও ভুল মনে হয়।
জীবনের সাথে জড়ানো সম্পর্ক গুলো জটিলতা ভরা থাকলেও সেই সব সম্পর্কে এতোটা বেশি মায়া ও অনুভূতি থাকে অজস্র ভুল ও বিশ্বাসভঙ্গের ঘটনা থাকলেও সেই সম্পর্ককে ভুলে বেঁচে থাকা যায় না।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।