নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

মনের ক্যানভাস

১২ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩

বড্ড ভুল হয়ে যায়,
বেশি করে মিশে যায়।
তোমারই অক্ষি যুগলে
অন্য কোন ভুবনের ছায়া।
কি অদ্ভুত ছুঁটে চলা,
তোমার পানে নিঃশেষ হওয়া।
বিশ্বাস গুলো তোমার সিন্দুকে রাখা
সবকিছু তোমার দখলে থেকে যায়,
আমার পথচলা থেমে যায়।
সত্যি বড্ড ভুল হয়ে যায়
স্মৃতি গুলো থেকে যায়,
আমারই মনের আঙ্গিনায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ বিকাল ৩:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: সবকিছু তোমার দখলে থেকে যায়...

ভালো লাগলো।

২| ১২ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৪৪

আকতার আর হোসাইন বলেছেন: ভালো হয়েছে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.