![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সারাদিন খাওয়া হয়নি, কারণটা কারো কাছেই অজানা নয়। দুপুর হয়ে গেছে পানি থেরাপি চলছে পাকস্থলীর উপর। মা মিস কল দেয়ায় মামুন কল করলো, ওই তুই খাস তো ঠিকমত, খাওয়ার কষ্ট করিস না বাপ্। মামুন জোর দিয়েই বলে না গো মা একটুও না। ফোন রেখে দিয়ে মামুন হাসে মানিব্যাগ এ ৫০০ রিয়ালের একটা নোট আছে, এটিএম এও বেশ কিছু টাকা আছে চলার মতো । কিন্তু টাকা কোনো কাজে লাগছে না। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি বুঝতো টাকা সময় সময় কোনো কাজেই লাগে না। গলা দিয়ে তিতকুটে পানি বেরুচ্ছে, বমি বমি ভাব কিন্তু হচ্ছে না। খালি খাওয়ার চিন্তা, দূর ! ও ই-পত্রিকায় মন দেয়। দেশের খবর, ১০৪ জন করোনায় আক্রান্ত আর চাল চোর ধরা পড়েছে ২২৬ জন। অনুপাতটা চমৎকার ১০৪:২২৬, পড়তে পড়তেই চোখ ঝাপসা হয়ে আসে, মামুন যে খিদা সহ্য করতে পারে না, চাইতে ও পারে না, সরকারি চোরেদের মতো চুরিও করতে পারে না। জ্ঞানহীন মামুন স্বপ্নে দেখে কদম ফুলের মতো করোনারা হাসতে হাসতে কাঁদতে শুরু করেছে আর আস্তে আস্তে ছোট হতে হতে বাতাসে মিলিয়ে যাচ্ছে। অজ্ঞান মামুনের হাসিটা কেউ দেখতে পায় না।
---সমাপ্ত---
লেখার কাল: ১০ এপ্রিল শুক্রবার ২০২০
গল্প: কদম ফুল (১):
২| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: শিরোনামটা কদম ফুল কেন দিলেন বুঝতে পারলাম না।
০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
মরুর পথে বলেছেন: ভাইয়া, আমার পোস্ট এ প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ , করোনা ভাইরাস আর কদম ফুল দেখতে একরকম কিনা তাই ...।
৩| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ ব্লগিং। বেশি বেশি মন্তব্য করুন ভাল ভাল পোস্ট দিন, ফেস হয়ে যাবেন এবং ব্লগিং উপভোগ করুন।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪
মরুর পথে বলেছেন: সত্যিই আপনাদের সবার লেখা উপভোগ করি, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৪| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯
নীল আকাশ বলেছেন: নিয়মিত লিখতে থাকুন।
অমানুষরা কোনদিন মানুষ হবে না।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫২
মরুর পথে বলেছেন: অনেক ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্যও শুভ কামনা রইলো ।
৫| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: লিখতে থাকুন, শুভ কামনা রইলো।
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
মরুর পথে বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য এবং অনেক শুভেচ্ছা
৬| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন কী অবস্থা সেখানের করোনার খবর আর রাখিনা
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪
মরুর পথে বলেছেন: আল্হামদুলিল্লাহ, এখন অবস্থা অনেক ভালো এবং সংক্রমণ শতকরা একভাগেরও কম।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
মরুর পথে বলেছেন: আপনাদের সবার সাথে আমার সম্পর্কটা অনেক দিনের, আপনাদের লেখা পড়তে ভালো লাগে অনেক বেশি আর অনেক বছর ধরে আপনাদের লেখা পড়ি আর ভালোবাসি। আমার ভাবনা গুলো শালীন ভাবে আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, তাই বিনীত অনুরোধ আমাকে শেখাবেন। যেন সুন্দরভাবে আপনাদের কাছে আমার ভাবা গুলো শেয়ার করতে পারি।