![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদিগকে অতি সৌভাগ্যবান বলিলে অত্যুক্তি করা হইবে না এই জন্য যে আমাদিগকে হুজুর নূহ আলাই সাল্লাম এর উম্মত করিয়া এই দুনিয়ায় পাঠানো হয় নাই তাহা না হইলে ইহার ব্যাপারে কে শপথ করিয়া বলিতে পারিবে যে আমাদিগেরও নূহ আলাই সাল্লাম নবীর মহাপ্রলয়ে ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা ছিল না। নূহ (আ) নবীর অতি ভয়ঙ্কর মহাপ্রলয় আমাদিগকে দেখিতে হয় নাই বটে তবে মধ্যে মধ্যে ইহার কিছু কিছু নমুনা আমাদের সামনে পেশ করা হইয়া থাকে। যাহাদের নাম আমরা কখনো দিয়াছি নার্গিস আবার কখনো সুনামি, ইহা ছাড়াও আরো কত কি? যাহা হউক এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় লইয়া ছোটখাটো কেলেঙ্কারির যে ঘটনা হামেশা ঘটিতেছে ইহাই আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু।
খবরে প্রকাশ পাইয়াছে যে এক মহা প্রলয়কারী ঘূর্ণি ঝড় প্রবল বেগে আমাদের দেশ ও পার্শ্ববর্তি দেশের দিকে ধাবিত হইতেছে। ইহার গতিবেগ এখনও সীমিত পর্যায়ে রহিয়াছে তবে স্থলভাগে প্রবেশ করিবামাত্র ইহার গতিবেগ ভয়ঙ্কর রকমভাবে বাড়িয়ে যাইতে পারে। উপকূলবর্তী এলাকাসমূহে লাল পতাকার সংকেত দেখাইতে বলা হইতেছে।
এমতাবস্থায় দেশের কর্তাস্থানীয় ও অতীব বুদ্ধিমান এবং জাতীয় পন্ডিতবর্গ একত্রিত হইলো কি করিলে কি হইবে এই ধরণের গোলটাবল বৈঠক। বৈঠকে কথায় কথার শোরগোল পড়িয়া তালগোল পাকাইয়া গেলো। এই মহাবিপদ হইতে উদ্ধার পাওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার তহবিল গঠন করা হইল। কিন্তু যেইহেতু উক্ত স্থানে বড় বড় পন্ডিত বর্গ উপস্থিত হইয়াছেন দেশ ও দশের কল্যানর্থে। কাজেই তাহাদের সম্মান না দেখাইলে অত্যন্ত গর্হিত অন্যায় হইয়া যায়, অতএব পঞ্চাশ লক্ষ টাকা হইতে পাঁচ লক্ষ টাকা উহাদের রাহা খরচ ও নাস্তা বাবদ কর্তন করিয়া রাখা হইল।
এমতাবস্থায়, বৈদেশিক সাহায্য আহ্বান করা হইলো। দাতার হাত তো প্রশস্তই হইয়া থাকে কাজেই ত্রাণ সামগ্রীর জন্য ব্যাপক দান পাওয়া গেলো। তবে ইহা আর জনসম্মুক্ষে উচ্চারণ করা গেলো না তথাপি কর্তা ব্যক্তিদের বন্টুলুন / পাজামা পয়সার ভারে ছিঁড়িয়া ফাটিয়া যাইবার উপক্রম হইলো, অনেকের তো নতুন পায়জামা বানাইবার জন্য দর্জি বাড়ি পর্যন্ত যাইতে হইলো। ইতোমধ্যে নূহ (আ) নবীর মহাপ্রলয়ের কিছু ক্ষুদ্র অংশ আসিয়া আমাদের দারিদ্র্য পীড়িত অঞ্চলে আঘাত করিল। পাড়ায় মহল্লায় ত্রাণ কমিটি গঠিত হইলো। উহারা অনিতিবিলম্বে কালক্ষেপন না করিয়া উপকূলবর্তী অঞ্চলে পৌঁছিয়া ত্রাণ কার্যক্রম শুরু করিয়া দিলো। আমাদের কর্তা ব্যক্তিরা অত্যন্ত মেধাবী হইবার সুবাদে তখনও চিন্তা ফিকির করিতে ছিলেন যে কি করিলে কি হইবে। ইতোমধ্যে শত শত মানুষ খরচের খাতায় চলিয়া যাইতে লাগিল। অবস্থা বেগতিক দেখিয়া ত্রাণমন্থনাকারী সংবাদ সম্মেলন আহ্বান করিলেন, ভারাক্রান্ত হৃদয়ে গণমাধ্যমকে বলিলেন আল্লাহর মাল আল্লাহ উঠিয়া লইয়া গিয়াছেন, আমাদের কি করিবার আছে। পেছনদিক হইতে তাহার চকচকে টাকখানায় একপাটি জুতা সশব্দে আছড়াইয়া পড়িল। ইহাতে তিনি পাততাড়ি গুটাইয়া সংবাদ সম্মেলন ত্যাগ করিতে বাধ্য হইলেন। আর এই সংবাদ সম্মেলনও প্রায় পাঁচ লক্ষ টাকা খরচা হইয়া গেলো।
অবশেষে কর্তাদের বোধোদয় হইলো। অতঃপর বিশেষ দলকে উপকূলে প্রেরণ করা হইল। অত্যন্ত কর্মঠ দল সমূহ নিজেদের তাঁবুর ভিতর মাটন বিরিয়ানি আহারযোগে অত্যন্ত পরিশ্রম করিতে লাগিলো। এলাকার মানুষ ক্ষুধার তীব্রতায় তাম্মুর আশে পাশে ভিড় জমাইতে লাগিলো। উহাদের মধ্যে শরীফের মা ও ছিল। কষ্টে সিষ্টে তাম্মুর কাছাকাছি পৌঁছাইল। দলনেতা কে বলিল চার দিন ধরিয়া কিছ খাই নাই, দলনেতা মুখে কষ্টের ছাপ আনিয়া কিছুক্ষন চুপ করিয়া থাকিলেন। তার মুখ হইতে একটি ছোট্ট বাক্য নির্গত হইলো..........................যা ভাগ।
আর এইভাবে ত্রাণ করিতে করিতে কর্তাব্যক্তিদের পঞ্চাশ লক্ষ টাকা শেষ হইয়া গেলো।
-----সমাপ্ত----
ছবিসূত্র: ইন্টারনেট
১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০
মরুর পথে বলেছেন: রাজীব ভাইয়া মন্তব্যের জন্য ধন্যবাদ। এখানে একটা বিষয় পরিষ্কার করতে চাই তা হচ্ছে নূহ আলাইহিমুসসাল্লাম এর বিষয়টা স্রেফ গল্পের অনুষঙ্গ হিসেবে ব্যবহার হয়েছে। গল্পের মূল ঘটনা হচ্ছে একদল দুর্নীতিপরায়ণ লোক যারা ত্রাণকেও উপজীব্য বানায়, মুনাফা খোঁজে।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: বিজ্ঞান জানুন। বিজ্ঞান পড়ুন। আধুনিক হোন এবং আধুনিক চিন্তা করুণ। আপনার জীবনযাপনে নূহ (আ) সাহেব আপনাকে কোনো ভাবেই সাহায্য করবে না।