নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাঠিয়াল

আসিফ_সৈকত

আসিফ_সৈকত › বিস্তারিত পোস্টঃ

এরই নাম সৃজনশীলতা

২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৫

ঘটনা ১-
ছোট বোন এবার এস. এস. সি পরীক্ষা দিবে । বলল, “ভাইয়া, কেমিস্ট্রি কিচ্ছু্ পারছি না, কি প্রশ্ন করে সারা বই খুজে কোথাও পাই না ।” বকা দিয়ে বললাম- “চোপ, তুই কেমিস্টের বোন, কেমিস্ট্রি পারিস না, দেখি কই, তোর প্রশ্ন দেখি ।” দেখলাম প্রশ্ন এসেছে, উর্টজ বিক্রিয়া কি । বললাম, "গাধা এটা পারিস না ?" আপু বলল, আমার সারা বই খুজে দেখ, কোথাও পাও কিনা ? দেখলাম শুধু নামটাই আছে, আর কিছু নেই । তাহলে স্কুলের স্যার কোথায় পেল ? উত্তর হল এটা সৃজনশীল । যা বইতে থাকবে না, সে গুলোই আসবে, পারলে লেখ না হলে আমার কাছে টিউশন নিতে আস । বোন কে বললাম তোর স্যারের ফোন নাম্বার দে কথা বলি, বলল তাহলে জীবনেও টেস্টে পাস করা লাগবে না ।
অবাক হলাম যখন জানতে পারলাম, যারা উক্ত টিউটরের কাছে পড়ে তারা ছাড়া আর কেউ ওই প্রশ্নের উত্তর পারে নি ।

ঘটনা ২-
পরিচিত একজন আজ সম্মান পরীক্ষা দিয়ে ফিরল, বাসায় এসেই মেজাজ খারাপ, সারা বছর ক্লাস হয় না, কিছু পড়া তো বুঝিই না, পরীক্ষা কিভাবে দিবো । প্রশ্ন যা দেখলাম, তা হুট করে কারে পারার কথা না । ব্যাবহারিক যা করতে বলেছে, আমার ধারনা কোন শিক্ষকের বাপেও ওগুলা করে নি । কিছু নাম দিয়েছে, যা গুগোল not found দেখাবে ।

আমি প্রায় তিন বছর টিউশনি করিয়েছি, ১০ম শ্রেনির সারা বই কিছু না হলেও কুড়ি বার পড়েছি । যা বইতে নাই সেটা প্রকাশ করা সৃজনশীলতা, ভালো । কিন্তু মানবিক হলে বুঝতাম, একজন ৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র কিভাবে একটা বিক্রিয়া আবিস্কার করবে, বা কিভাবে রোধের র্বতনী সাজাবে । এরই নাম সৃজনশীলতা ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪১

চলন বিল বলেছেন: ভাইয়া উরটজ বিক্রিয়া যতদূর মনে পরে কেমিস্ট্রি বইতে আছে, নাম আছে বিক্রিয়াও আছে, তবে নাইন টেনের বইতে নাই, কলেজের বইতে আছে।
আমাদের সময় অবশ্য সৃজনশীল আকারে প্রশ্ন হত না ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৯

রুদ্র জাহেদ বলেছেন: এরই নাম কিউট সৃজনশীলতা। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:

শিক্ষা চলে গেছে ইডিয়টদের কন্ট্রোলে

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৮

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: আমিও এবার এস এস সি দিবো।কয়েকদিন আগে টেস্ট এক্সাম হয়ছে।কেমিস্ট্রির সৃজনশীল তেমন কঠিন না হলেও নৈর্ব্যত্তিক ছিলো বিশাল কঠিন।অনেক নৈর্ব্যত্তিক বই,গাইট,সর্ট গাইট কোথাও খুজে পাই নি।আর সৃজনশীলে এমন সব বিক্রিয়া দেয়,যা নিজে অনুপাত আর আইডিয়া থেকে না করলে,কিছুই পারা যায় না।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

আসিফ_সৈকত বলেছেন: মনে যা আসে তাই লিখবেন । কারন এটা তো সৃজনশীল । হাইদড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় সলফিউরিক এসিড হয় । বলেন, "সালফার কোথায় পেলাম",...................এটা সৃজনশীল ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৪

বিপরীত বাক বলেছেন: হুমম। কেমিস্ট্রি একটা বিটকেল সাবজেক্ট।। বেশি নাড়াচাড়া না করাই ভালো।।।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

তৌফিক মাসুদ বলেছেন: কেউ যখন পারবেনা, তখন তার কাছে প্রাইভেট পড়লেই হবে।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯

গোধুলী রঙ বলেছেন: ভ্রাতা, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোপ বহু আগেই দেওয়া হইছে, শিক্ষার উদ্দেশ্য যদি হয় শুধু অক্ষর জ্ঞ্যান আর সার্টিফিকেট তবে এইটা দিয়ে ৫০-৬০% সাপোর্ট দেওয়া যায়, আর যদি হয় মানুষ হওয়া তবে এইটা দিয়া ০% ও সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.