নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাঠিয়াল

আসিফ_সৈকত

আসিফ_সৈকত › বিস্তারিত পোস্টঃ

দেশ যখন এইডস আক্রান্ত

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

সারা বিশ্বে এইডস নিয়ে এত কিছু হয়, এত এত প্রচার প্রচারনা, সেমিনার, সচেতনতা মুলক অনুষ্ঠান । তাতেও তো কোন কাজ হয় না । কিন্তু বাংলদেশ যে নিজেই এইডস আক্রান্ত । আমরা সবাই টের পাচ্ছি লজ্জাই বলতে পারছি না, ঠিক যেমন এইডস হলে হয় । সামনের সময় টা এমন আসছে যে দেশের রোগ প্রতিরোধ করার কোন ক্ষমতা থাকবে না, তিলে তিলে মরছে দেশ, ঠিক যেমন এইডস হলে হয় । মৃত্যূ যার একমাত্র পরিনাম ।
মনে পরে শ্রদ্ধেয় “গোলাম মোস্তফা ” সাহেবের গাজী প্লাসটিক ট্যাংকটির সেই বিজ্ঞাপনটি “বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগে ”। এতটাই এগিয়ে গেছে যে কিছু দেশ বাংলাদেশ কে ভারতের প্রদেশ হিসাবে গন্য করছে । বলা হচ্ছে “GREATER INDIA” । (মার্জনা করবেন) সারা দেশে কমপক্ষে লাখ খানেক পরিবেশ বিজ্ঞানী, ভূত্ত্ববিধ আরো অনেক জ্ঞানী-গুনী মানুষ আছেন তারা সবাই বাচ্চা গাধা অথবা গাধার বাচ্চা । তারা কিছুই জানেন না বা বোঝেন না, আর বোঝেন শুধু একমাত্র তারা যা সুন্দরবন উপড়ে ফেলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন । সফল হোক আপনাদের চেস্টা । আগাম অভিনন্দন রইলো ।
হাইরে আমার দেশ । হায়রে আমার সোনা ফলা মাটি । দেশের একদিকে দেয়াল ছিল সুন্দরবন, সেটা অল্প কিছুদিনের মধ্যে ভেঙে পড়বে, আর দেশের ভেতরে জঙ্গী । আর কোন প্রতিরোধ ব্যবস্থা আছে কি যা এসব নেতিবাচক দিক গুলো প্রতিরোধ করবে ?
আছে, আছে আমাদের মত আম-জনতা । আমরাই পারতাম এগুলো ঠেকাতে । কিন্তু কিভাবে ? আজ এই পোস্ট দিচ্ছি, কাল হয়তো আমার দেহ কোন এক ড্রেনে বা রাস্তার পাশে অজ্ঞাতনামা লাশ হিসাবে পড়ে থাকবে । আর দোষ হবে কোন এক অজ্ঞাতনামা নতুন জঙ্গী দলের । কয়েক দিন চেঁচামেচি, তারপর আমিও হয়ে যাব তনু...মিতু.....অভিজিত বা এদেরই কারো মতো, একমাস পরে আমার নামটাও হয়তো আর কেও মনে করতে পারবে না । শুধু একটা কষ্ট নিয়ে মরবো, দেশেটা সু্‌স্থ দেখে যেতে পারলাম না । আমি কি অপরিনত দেশের অপরিনত মৃত্যূ দেখতে দেখতে নিজেও মারা যাব ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.