নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নশ্বর কাঠামো এক\nনিয়ত করি অমৃত সন্ধান.।

আসিফ হাওলাদার

মহাবিশ্বের গর্বিত তুচ্ছ সন্তান

আসিফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক নারী দিবস ও আমার প্রত্যাশা

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৯

আজ,
৮ই মার্চ;
আন্তর্জাতিক নারী দিবস!

১৮৫৭ খ্রিস্টাব্দে
মজুরিবৈষম্য,কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা!সেই মিছিলে চলে সরকারি বাহিনীর দমন-পীড়ন!!
পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজতন্ত্রীদের প্রচেষ্টায়,এক্ষেত্রে জার্মান রাজনীতিবিদ 'ক্লারা জেটকিন'-এর নাম চিরস্মরণীয়,১৯০৮-১৪ সালের মধ্যে ৮ই মার্চকে 'নারী দিবস' হিসেবে পালনের রীতি প্রবর্তিত হয়!!তখন থেকে পৃথিবীর বিভিন্ন দেশেই এটি পালিত হয়ে আসছিলো!
১৯৭৫ সালের ৮ই মার্চ
'জাতিসংঘ' একে
'আন্তর্জাতিক নারী দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে!!ফলে দিবসটি পায় একটি অনন্য মাত্রা!!

দিবসটির উদ্দেশ্য-
নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শন,নারীকে একটি স্বতন্ত্র সত্ত্বা হিসেবে গণ্য করার মানসিকতা সৃষ্টি ও বিকাশ প্রভৃতি!!

এ' দিনে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নিম্নোক্ত চরণদ্বয় বারংবার প্রতিধ্বনিত হচ্ছে হৃদয়পটে-
"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর!"

এ' দিবসে প্রত্যাশা ব্যক্ত করছি-
প্রতিষ্ঠা ও সর্বজনীন স্বীকৃতি পাক নারী-অধিকার,
নারী পরিগণিত হোক একটি স্বতন্ত্র সত্ত্বা হিসেবে!!
নারী ও পুরুষ উভয়ে মিলে বিকাশ ঘটাক সভ্যতা ও মানুষের!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.