![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রগতিশীলতা-
সে ছিল আমার অভিলাষ;
আজো আছে,হয়তো;
কিন্তু,আমার মাতৃভূমিতে তার ভবিষ্যৎ জাগায়,কেবলই দীর্ঘশ্বাস!
প্রতিক্রিয়াশীলতা-
আমায় আতঙ্কিত করেছে,শুভ বোধোদয়ের প্রতিটি ক্ষণ,
স্বাধীনতার চেতনার একটি স্তম্ভ,
আজ যেন মরীচিকা,হারাধন!
প্রগতিশীলতা ও প্রতিক্রিয়াশীলতা'র মধ্যকার
সীমাহীন সাংঘর্ষিকতা,
অভিযোজিত হ'য়ে গেছে চলমান সমাজ-ধারায়;
স্বপ্নগুলো হয়েছে ধূসর দুঃস্বপ্ন,কবিতাগুলো অ-কবিতা!
জাতীয় স্বপ্ন-সম্ভাবনা'র ক্রমদুঃসহমানতা,
ঘনীভূত করে বুকে হতাশার মেঘমালা;
দুঃস্বপ্নের অবয়বজুড়ে আঁধারের ঘনঘটা,
চেতনাকে ক'রে তুলেছে মলিন,এক তুচ্ছ কৃষ্ণ শীলা!
©somewhere in net ltd.