নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নশ্বর কাঠামো এক\nনিয়ত করি অমৃত সন্ধান.।

আসিফ হাওলাদার

মহাবিশ্বের গর্বিত তুচ্ছ সন্তান

আসিফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর:কাজী নজরুল ইসলাম

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৮

কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে?

কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে

কে তুমি পাহার-চূড়ে ?

হায় ঋষি দরবেশ,

বুকের মানিক বুকে ধ'রে তুমি খোঁজ তারে দেশ-দেশ ।

সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুজে ,

স্রষ্টারে খোঁজো--

আপনারে তুমি আপনি ফিরিছ খুজে !

ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো,দেখ দর্পণে নিজ কায়া;

দেখিবে,তোমারি সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া ।

শিহরি উঠো না, শাস্ত্রবিদেরে ক'রো-না ক' বীর,ভয়-

তাহারা খোদার খোদ "প্রাইভেট সেক্রেটারী" ত নয় !

সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি !

আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি !

রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কূলে-

রত্নাকরের খবর তা ব'লে পুছো না ওদের ভুলে'।

উহারা রত্ন বেনে,

রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে !

ডুবে নাই তা'রা অতল গভীর রত্ন-সিন্ধুতলে ,

শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা,সত্য-সিন্ধু-জলে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.