![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধা প্রজন্ম 'সরাসরি' এবং মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মগুলো 'ইতিহাস পড়ে-শুনে' জানি...
২৫শে মার্চ,১৯৭১-এ
ঘুমন্ত অন্ধকার রাত্রিতে
পরাক্রান্ত অশুভর দূষিত-কালো ছায়া নেমে এসেছিল তৎকালের নিগৃহীত-নিপীড়িত জনপদ,পূর্ব পাকিস্তানে;-আজকের বাঙলাদেশে!!
নির্বিচার হত্যাযজ্ঞে মেতে উঠেছিল পশ্চিম পাকিস্তানি নরদানবেরা;যে বীভৎসতা-নির্মমতা কলঙ্কিত করেছে মানুষের ইতিহাসকে!!
সে কলঙ্কিত রাত্রিতে পথ-ঘাট-প্রান্তর সব হয়েছিল নিস্তব্ধ,শুধু শোনা যাচ্ছিল কাক-চিল-শেয়ালের হর্ষধ্বনি!!!
আজ সেই ভয়াল ২৫শে মার্চ,কাল রাত্রি!!আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মর্মান্তিক সূচনা দিবস!!
আগামীকাল,২৬শে মার্চ
রাষ্ট্রীয়ভাবে পালিত হবে 'মহান স্বাধীনতা দিবস'!!
আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ ক'রে শাণিত স্বদেশ-চেতনায় উদ্বুদ্ধ হোক প্রতিটি বাঙলাদেশী নাগরিক;এ দিনে এটুকু প্রত্যাশা করা যেতেই পারে!!
©somewhere in net ltd.