![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যপ্রযুক্তির অভিনব বিপ্লবের ফলে
আজকের এই বিংশ শতাব্দীতে আমাদের অবাধ বিচরণের একটি জগৎ তৈরি হয়েছে;যাকে আমরা 'ভার্চুয়াল' কিংবা 'অনলাইন' জগৎ ব'লে থাকি!!
গতিশীল এ জগৎটি
দ্রুততর সময়ে তথ্যকে আমাদের দ্বারে পৌঁছে দিচ্ছে প্রতিনিয়ত!
এর উপকারিতার কথা ব'লে শেষ করার মতো নয়!
কিন্তু,পার্থিব সকল উপকারী বস্তু-বিষয়ের মতো এরও কিছু অপকারিতা রয়েছে;যা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত!!অশ্লীল,সাম্প্রদায়িকতায় পরিপূর্ণ বিভিন্ন ওয়েবসাইট-ব্লগ ক্রমাগত ছড়িয়ে চলেছে হিংসা-দ্বেষ;যা আগামীর বাঙলাদেশের জন্য মোটেও শুভ হবে ব'লে মনে হয় না!
এর ফলে অপ্রাপ্তবয়স্ক-প্রাপ্তবয়স্ক সব ধরনের মানুষের মধ্যেই একটি কুপ্রভাব পড়ছে;যা এক ভয়াবহ নৈতিক অবনতির দিকে ঠেলে দিচ্ছে বাঙলাদেশকে!!
সবার-ই জানা,
তথ্যপ্রযুক্তির ব্যবহারগত অনৈতিকতা কতোটা ভয়াবহ হ'তে পারে;কিন্তু,কোন এক অজানা কারণে অধিকাংশই এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না!
সবার প্রতি অনুরোধ থাকবে,
তথ্যপ্রযুক্তি ব্যবহারের এ অনৈতিক-নেতিবাচক দিকটি সম্পর্কে গণসচেতনতা গ'ড়ে তুলুন;
নিজে সোচ্চার হোন,
অন্যকেও সোচ্চার হ'তে উদ্বুদ্ধ করুন!!
©somewhere in net ltd.