![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের জাতীয় নেতৃত্বের দক্ষতা ও স্বচ্ছতার উপর!তৃতীয় বিশ্বে নেতৃত্বই পারে একটি দেশকে বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছে দিতে!!
এ নেতৃত্ব সৃষ্টি করে রাজনীতি,আর রাজনীতির বিকাশ অনেকটাই নির্ভর করে ছাত্র রাজনীতির উপর!
একটি দেশের ভবিষ্যত জাতীয় নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে ছাত্র রাজনীতির ভূমিকা অনস্বীকার্য এবং অপরিসীম!!
ছাত্র রাজনীতি যেমন একটি দেশের জন্য সম্ভাবনাময় ভবিষ্যত সৃষ্টি করতে পারে;তেমনি,এটি একটি দেশকে উন্নয়নচ্যুত,ভবিষ্যতহীন ও সম্ভাবনারিক্তও ক'রে দিতে পারে!!
ছাত্র রাজনীতির আদর্শ হওয়া উচিত সৎ,নির্লোভ,সন্ত্রাস-মাদক-অনৈতিকতাবিরোধী!!
পার্থিব ভোগ-বিলাস কিংবা ক্ষমতার অন্ধ মোহে যখন তা এ আদর্শ থেকে সরে যায়,তখন তা দেশকে সন্ত্রাসবাদ,অনৈতিকতাবাদ ছাড়া তেমন কিছুই দিতে পারে না!!তখন তা দেশের জন্য অস্তিত্ববিরোধী হয়ে ওঠে;সৃষ্টি করে দুর্নীতিতে বিচক্ষণ জাতীয় অপনেতৃত্ব!!
আদর্শে অটল ছাত্র সংগঠনগুলো বিলীন হয়ে যায় আদর্শহীনের ছায়ায়!
শেষে যখন দেখা যায়,আদর্শবাদী ছাত্র সংগঠনের নেতাদের মধ্যেও সংক্রমিত হয় অনাদর্শের ছায়া!!
ফলে,দেশ নিমজ্জিত হয় বদ্ধ অন্ধকারময় ভবিষ্যতে!!!সে ভবিষ্যত দেশের জন্য বিন্দুমাত্র মঙ্গলজনক না হলেও আদর্শহীনদের অভয়ারণ্যে পরিণত হয়!!আদর্শহীনরা নিজেদের আপাত সৎ হিসেবে প্রদর্শন ক'রে নিজেদের বিচক্ষণ জ্ঞান করতে সদা তৎপর থাকেন!!!
আমরা আদর্শহীন ছাত্র রাজনীতি চাই না!!
আদর্শে উজ্জীবিত,স্বাধীনতার সুফলকে সমগণবণ্টনপ্রয়াসী চেতনায় উজ্জীবিত ছাত্র রাজনীতি-ই হোক দেশের ভবিষ্যতকে সুউচ্চ বেদীতে নিয়ে যাওয়ার পথপ্রদর্শক!!!
©somewhere in net ltd.