নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নশ্বর কাঠামো এক\nনিয়ত করি অমৃত সন্ধান.।

আসিফ হাওলাদার

মহাবিশ্বের গর্বিত তুচ্ছ সন্তান

আসিফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন যেন মানবমুখী হয়!

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

বাঙলাদেশে নির্বাচন আসন্ন হ'লেই রাজনৈতিক নেতাগণের জনগণমুখী আনাগোনা দেখা যায়!
নির্বাচিত হওয়ার পর তাঁদের দর্শন দুর্লভ হয়ে যায়,তাঁরা হয়ে যান পূর্ণিমার চাঁদের মতো!!

'রাজনীতি' শব্দটিকে ব্যাকরণগত দিক থেকে বিশ্লেষণ করলে এর অর্থটি দাঁড়ায় 'নীতির রাজা'!!কিন্তু,দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটি হয়ে দাঁড়িয়েছে 'রাজার নীতি'!!

দেশ পরিচালনার জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব;আর সুযোগ্য নেতৃত্ব আসে-বাঙলাদেশের বাস্তবতা যদিও ভিন্ন-নির্বাচনের মধ্য দিয়ে!!
নির্বাচন হোক,প্রার্থীরা প্রচারণাও চালিয়ে যাক;
কিন্তু...........................................
এটি যেন নির্বাচনসর্বস্ব,স্বার্থসর্বস্ব না হয়ে মানবমুখী তথা জাগতিক কল্যাণমুখী হয়!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯

ঢাকাবাসী বলেছেন: আপনার আশা কোনদিনই পুরণ হবেনা। নির্বাচিত হবার পরেই এরা একেকটা
নবাবের বাচ্চা হয়ে যায়। ধারে কাছে যাওয়া যাবেনা। মানব কল্যান... মানুষ এসবের মানেই ওরা জানেনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.