নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নশ্বর কাঠামো এক\nনিয়ত করি অমৃত সন্ধান.।

আসিফ হাওলাদার

মহাবিশ্বের গর্বিত তুচ্ছ সন্তান

আসিফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার দুঃসহ বাণিজ্যিকীকরণ!

১০ ই মে, ২০১৫ দুপুর ২:১৭

বর্ণবাদবিরোধী বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলা বলেছিলেন,শিক্ষা হচ্ছে-নিজের অজ্ঞতার যুগান্তকারী আবিষ্কার!

প্রমথ চৌধুরী বলেছিলেন,
শিক্ষা কেউ কাউকে দিতে পারে না!সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত!!

শিক্ষা সম্পূর্ণরূপে অর্জনসাপেক্ষ একটি বিষয়!সক্রেটিস কিংবা আইনস্টাইনের শিষ্য হ'লেই কেউ 'সুশিক্ষিত' হয়ে উঠবেন-এমন ধারণা অর্থহীন,অযৌক্তিক!
আবার,প্রখ্যাত গুরুহীন কেউ 'সুশিক্ষিত নন'-এমন ধারণাও গলদপূর্ণ!!
শিক্ষা মানে নিজেকে জানা,
নতুন ক'রে আবিষ্কার,
শিক্ষা নহে মহাজ্ঞানীর
ক্রমাগত চিৎকার!!

যা মানুষকে 'মানব' ক'রে তোলে
তা-ই শিক্ষা,
শিক্ষা নহে
অনবরত বিশেষ কারো করুণা ভিক্ষা!

যে নিজেকে জানে,
জানে নিজের অস্তিত্বের গল্প,
সে-ই তো 'সুশিক্ষিত'
এতে বিন্দুমাত্র সন্দেহ নেইকো!"


আমাদের দেশে শিক্ষা সম্পর্কে ধারণাটি এর সঙ্গে সাংঘর্ষিক!আমাদের দেশের অধিকাংশ মানুষ সম্ভবত মনে করে থাকেন যে,যা ভবিষ্যত জীবনে অর্থোপার্জনের পথ ক'রে দিতে পারে,তা-ই শিক্ষা!!
শিক্ষা যদি অর্থ উপার্জনের পথ ক'রে দিতে সক্ষম না হয়,তবে তা মূল্যহীন!!
শিক্ষা যাতে মূল্যহীন হয়ে না পড়ে,সেজন্য তারা নানামুখী পদক্ষেপ নিতে প্রস্তুত!!এ মানুষেরাই উদ্ভাবন করেন 'শিক্ষার নামে বাণিজ্য'!
খোলেন কোচিং ব্যবসা কেন্দ্র!
মূল্যবান ক'রে তোলেন শিক্ষাকে!!
তৈরি ক'রে দেন অবস্থাপন্নদের(ব্যতিক্রম রয়েছে) অর্থোপার্জনের একটি মসৃণ পথ!
যে মসৃণ পথে হেঁটে হেঁটে তারা পৌঁছে যান তাদের স্বপ্নের বন্দরে!
কিন্তু...
হতভাগ্য সুবিধাহীনেরা রয়ে যান অপরিবর্তিত!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.