![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি জ্ঞানহীন,তখন
আমার,আর একটি পশুর মধ্যে
নেই মৌলিক কোন পার্থক্য!
যখন আমি বিবেকহীন,তখন
আমি,আর একটি চারপেয়ে অবলা
যুক্তির আঙ্গিকে প্রায় সমকক্ষ!
মগজ তো রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের
সিংহভাগ প্রাণীরই,
কিন্তু,পরিশুদ্ধ মগজ ক'টির বা ক'জনের?
মানুষ হয়ে জন্ম নিলেই হয় না মানব,
থাকতে হয় মনুষ্যত্বের ন্যূনতম বোধ;
নতুবা,নেই মূল্য বিশেষ আমার শ্রেষ্ঠত্বের গর্জনের!
যেখানে মানুষের বাস,
সেখানে থাকতে পারে না
দুর্দান্ত দুঃস্বপ্নের অস্তিত্ব!
যেখানে আতঙ্ক অস্তিত্বশীল
সারাক্ষণ,ভোর থেকে আরেক ভোর;
সেখানে বেঁচে থাকাটাই বরং বড়ো সাফল্য!
আমি সফল,কেননা
বেঁচে আছি এখনও
এই মৃত্যুপুরীর আলো-বাতাস আর ধূসরতায়!
এই সফলতাবোধই যেন
একমাত্র সম্বল আমার;
এর কল্যাণেই জীবন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখায়!
©somewhere in net ltd.