![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতানুগতিক চিন্তাধারা কখনো কাঙ্খিত পরিবর্তন আনতে পারে না!
গতানুগতিকতা এক ধরনের গড্ডালিকা প্রবাহ!গড্ডালিকা প্রবাহে সব ভেড়া যেমন অন্ধভাবে অনুকরণ করে থাকে,গতানুগতিকতার স্বরূপও তা-ই!
গতানুগতিক চিন্তাধারাকে অস্তিত্বশীল ও চলমান রাখে প্রথা!আর,অধিকাংশ মানুষ হচ্ছে প্রথার দাস!
বিগ ব্যাং,বিবর্তনবা
দ,গতিবিজ্ঞান,আল
োকবিজ্ঞান,মহাকাশবিজ্ঞানসহ বিজ্ঞানের যতো শাখা রয়েছে,সবগুলোর বিকাশ তথা ক্রমোন্নতি সাধিত হয়েছে গতানুগতিকতার বাইরের অসামান্য সব চিন্তার কল্যাণেই!!
গতানুগতিকতা সবসময়ই বিকাশের বিরুদ্ধে থাকে!
বিকাশকে রোধ করতে চায় সর্বশক্তি দিয়ে!কিন্তু,বিকাশ এক অপ্রতিরোধ্য বিষয়!একে রোধ করা যায় না!হয়তো,সাময়িক শ্লথ করে দেয়া যায়!
বিকাশবিরোধী আর বিকাশকামী-দু'টি দল সব কালেই ক্রিয়াশীল থেকেছে,আছে এবং থাকবে!৷বিজ্ঞানের বিকাশ,মানব সভ্যতার বিকাশে বিকাশকামী অনেক মহান মানুষকে বিসর্জন দিতে হয়েছে নিজ জীবন!
তাঁদের অনেককেই ভুলে গেছে পৃথিবী;আবার,মনেও রেখেছে অনেককে!
যেমন-সৌরকেন্দ্রিক তত্ত্ব প্রচার করার জন্য মরতে হয়েছে 'ব্রুনো'কে!আবার
,গির্জা নামক প্রতিষ্ঠানটির কাছে হাঁটু ভেঙে ক্ষমা ভিক্ষে করতে হয়েছে 'গ্যালিলিও'কে!
এমন আরো বহু উদাহরণ পাওয়া যাবে ইতিহাসে!তবে,সব বিসর্জন ইতিহাসে ঠাঁই পায়নি!হয়তো,গুরুত্ব না পেয়ে মুছে গেছে;অথবা,কেউ মুছে দিয়েছে সুপরিকল্পিতভাবে!সে যাই হোক!
তাঁদের অপরাধ কী ছিলো?তাঁদের অপরাধ ছিলো-তাঁরা গতানুগতিকতার বাইরে চিন্তা করার দুঃসাহস দেখিয়েছিলেন এবং তা প্রচার করতে চেয়েছিলেন!তাঁদের ঐ চিন্তাগুলো ছিল প্রচলিত চিন্তাধারার সঙ্গে সাংঘর্ষিক!
ঐ চিন্তাগুলোই পরে সত্য বলে প্রমাণিত হয় এবং বিশ্বকে পাল্টে দেয়!কিন্তু,যে মহানেরা এমন বৈপ্লবিক চিন্তা দ্বারা মানবসভ্যতাকে আলোকিত করলেন,তাঁদের অনেকেই তা দেখে যেতে পারেন নি!
প্রথাগত মানুষরা পৃথিবীকে কখনো কিছুই দিতে পারেনি;উল্টো পৃথিবীতে সামাজিক অস্থিতিশীলতা আনয়ন করেছে!এখনো করছে,হয়তো ভবিষ্যতেও করবে!!
প্রথাবদ্ধতার প্রতি তাই আমার একরাশ ঘৃণা!
আলোর পাশাপাশি অন্ধকারের অস্তিত্ব
আদিম থেকে আধুনিক কাল পর্যন্ত দৃশ্যত অস্তিত্বশীল বাস্তবতা!
আলোকিত মানুষেরা অন্যকেও আলোকিত করতে চান!কোন অস্পৃশ্য অন্ধকার,কোন মহাজাগতিক ভয়,কোন পারিপার্শ্বিক প্রতিকূলতা তাঁদের দমাতে পারেনি-পারে না-পারবেও না!!!
©somewhere in net ltd.