নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প শুনতে ও বলতে ভালবাসি ।
দূর্নীতি আর অনাচারে-
বাড়ছে পণ্য দ্রবের দাম,
বাড়ছে বাড়ুক তাকে কি গো,
আমার হীরক রাজা ভগবান।
মাংসের গন্ধের মাতাল হায়েনারা-
আজ নগ্ন করে ছিঁড়ে খাচ্ছে প্রাণ।
খাক না বাবা তাতে কি বলো?
আমার হীরক রাজা তো ভগবান।
স্বজন প্রীতি আর ঘুসের চাপে দিচ্ছে বেকার প্রাণ।
চোখে অঙ্গুল দে বোকা মানব, আমার রাজা ভগবান।
চাঁদাবাজী আর লুটপাট করে তারা দেশের বারোটা বাজান।
বাজতে দে নয়তো মর, আমার রাজা ভগবান।
হীরক রাজা, হে অন্নদাতা, তুমি সত্যি মহান।
কান্নার শব্দে ভাঙ্গে না ঘুম তুমি এ কেমন ভগবান?
হে ঈশ্বর হে মহান রাজা, না খেয়ে আজ তোমার প্রজা, নগ্ন শরীর রক্তে সাজা, বেকার সমাজের কান্নায় ভেজা রাজ্য তোমার নেহাতো যেন সোলার খাঁচা।
মহা রথ থেকে নেমে গো ঈশ্বর-
এক নজরে দেখ গো গরীরের কুড়ে ঘর।
একবার দেখলে নজর ফেলে, বুঝতে তুমি-
নেই গো মোরা বিটিভির শেষ খবরে যেমনটা দেখেছিলে।
রাজা তুমি ঈশ্বর তুমি মহান,
মোদের মুক্তি কর গো দান,
আরেক ৭১ চাই গো মোরা, চাই করতে আবার রাজার জয় গান।
একদিন মুক্তি আসবে এই আশায় বসে চক্ষু বুঝে তোদের সাথে,
বলি আমিও আমার রাজা হীরক নয়, রাজায় হবে ভগবান।
আরও পড়তে ঘুরে আসুন
©somewhere in net ltd.