নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে, জানতে ও লিখতে ভালবাসি । বিতর্কিত বিষয়গুলো নিয়ে জানতে ও জানাতে খুব বেশি ভাল লাগে ।

মোঃ আসিফ ইকবাল রুমি

গল্প শুনতে ও বলতে ভালবাসি ।

মোঃ আসিফ ইকবাল রুমি › বিস্তারিত পোস্টঃ

আবির ।। বিবেক বিসর্জনের একটি গল্প

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৬

গল্পটা আমার বন্ধু স্কুলের মেধাবী সৎ ও চতুর ছেলে আবির এর।

সমস্যা পদার্থের কোন ম্যাথের হোক আর ভাল-লাগা কোন মেয়ের-
আবির কিভাবে যেন মহূর্তেই সমাধান দিয়ে দিত।

H.S.C তে ভাল রেসাল্টের পরও বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা খুব একটা ভাল ছিল না তার।

হলের গণরুমে ঘুমানোর মতো খুব ছোট একটা জায়গা হলেও-
রাজনৈতিক সমস্যার জন্য দিনগুলো কষ্টে কাটছিল তার।

বড় ভাইদের দেওয়া নিত্যদিনের রেগ গুলো জীবন অতিষ্ঠ করে তুলেছিল তার।
এক রকম বাধ্য হয়েই বড় ভাইদের সাথে রাজনৈতিক কর্মশালাগুলোতে তার যেতে হতো।

বাধ্য হয়ে মুজিব, জিয়া, মুক্তিযুদ্ধের গল্পগুলো শুনতে শুনতে-
একরকম ভালভালা শুরু হতে লাগে তার এসবের প্রতি একটা সময়।

আর যখন মাস তিনেক পর ভাই গণরুম থেকে হলে একটা সিট ব্যবস্থা করে দিল-
গল্পগুলোর পাশাপাশি ভাইকেও ভাল লাগতে শুরু করলো তার।

এরপর ভাল লাগা থেকেই দল করা ভাইদের সঙ্গ গ্রহণ করা।
চায়ের দোকানে বাকি খাওয়া, পরে বিল না দেওয়া থেকে শুরু করে কলেকসন ভাইয়ের পিছন পিছন ঘুরে।
ক্ষমতার নেশা ধীরে ধীরে আবিরকে আসক্ত করে তুলছিল।

এমন সময় ভাইয়ের আবদার নিমাইয়ের।
নিমাই কি, কি করতে হবে কিচ্ছু জানা ছিল না আবিরের।
একটু আগ্রহ নিয়ে ভাইয়ের অনুগত হয়ে-

রাত দুটায় পুকুর পাড়ে গিয়ে সে আবিস্কার করলো নিমাই আর কিছু নয় নিছক গাঁজার আসর।
প্রথমে বাধ্য হয়ে পরে আসক্তি থেকে গাঁজা। এটাই কাল হয়ে দাঁড়ালো।

চাঁদাবাজিটা ভাললাগা থেকে ছিল কোন একসময় কিন্তু আজ নিছক গাঁজার টাকা জোগানোর উপায়।
বিশ্ববিদ্যালয় জীবনের ২ টা বছর কীভাবে কেটে গেলো বুঝতেই পারলো না সে।
দু মাস পর নতুন কমিটি দেবে সংগঠন, ভাইয়ের মেয়াদ শেষ।

নতুন কমিটিতে আসতে হলে ভাই আর সংগঠনকে রাজি খুশি রাখাটা আবশ্যক।
এর জন্য অন্ধের মতো দলের জন্য কাজ করা শুরু করলো আবির ।
গাঁজার নেশা আজ বাবা, ফেন্সি সহ সহ সকল নেশায় বৃদ্ধি পেয়েছে।

দলের আদেশে আজ বড় মিসন প্রাণ নিতে হবে অন্য আরেক ছাত্র সংগঠনের নেতার ,
কোপানোর আগে একবারের জন্যও তার মনে হলো না কাজটা ভালো নাকি খারাপ, আসক্তি আজ মস্তিষ্ক দখল করেছে।
নতুন কমিটি দেওয়ার মেয়াদ পিছালো আরও মাস তিনেক।

হত্য ধর্ষন সহ বাকি আপরাধগুলো নিত্যদিনের রুটিনে যুক্ত আজ তার।
নতুন কমিটি আসার আগেই সরকার পতন।

মেধাবী আবির আজ তিন বছর হয় জেলে। তার মা কালও কান্না কর ছিল আমার সামনে,
বলছিল বাবা তুমি তো জানো আমার আবির কত ভালো ছাত্র-
সে কোন খারাপ কিছু করতে পারে না, পুলিশকে বলো না বাবা তুমি।

চোখ নামিয়ে আমার প্রস্থান আর আবির ‘কে মিস করা।
গল্পটা নিছোক একটা ছেলের এবং তার খারাপ সঙ্গের কোন নির্দিষ্ট সংগঠনকে এখানে জোরানো হয় নি

অন্যান্য পর্ব সমূহ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



গল্পে তো আপনিও আছেন; পুলিশকে কিছু বলার কথা ভাবছেন?

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আসলে কি বলতে চাচ্ছেন?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০০

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: সোনাগাজী ভাই।। চিন্তায় ফেলে দিলেন ভাই

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০১

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: আগামী পর্বে আশা করছি ভাব আরও বোধগম্য হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.