নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে, জানতে ও লিখতে ভালবাসি । বিতর্কিত বিষয়গুলো নিয়ে জানতে ও জানাতে খুব বেশি ভাল লাগে ।

মোঃ আসিফ ইকবাল রুমি

গল্প শুনতে ও বলতে ভালবাসি ।

মোঃ আসিফ ইকবাল রুমি › বিস্তারিত পোস্টঃ

পূর্বাহ্ন- নিশু প্রথম প্রহর

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪১

২০১৫ সালের ১১ ই মার্চ

সেদিনের নেহাৎ দুষ্টামীর ছলে একটা পরীক্ষামূলক আড্ডা যে ছয় বছরপর প্রতিটা মানুষের জীবন একেবারে এভাবে বদলে দেবে কখনও চিন্তাও করতে পারে নি, আকাশ, সঙ্গীতা, নীলাদ্রি, নিশু, নাদিম, আবির অথবা আড্ডায় না থাকা শুভ্র।

গল্পটা শুরু হয় একটা প্রতীকি ফেসবুক আইডির নারীবাদি একটা পোষ্ট থেকে। মিষ্টি মেয়ে নামের একটা ফেসবুক আইডি থেকে, তনুশ্রী ধর্ষন এবং হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটা নারীবাদী পোষ্ট, যেখানে সমগ্র পুরুষ জাতিকে খারাপ সম্মোধন করে লেখা হয় আট অনুচ্ছেদের বড় একটা পোষ্ট। এই পোষ্টের কমেন্ট বক্সেই প্রথম তর্ক শুরু হয় সেই মিষ্টি মেয়ে এবং আকাশের।

রাত ১১ টা ১০ মিনিট থেকে কমেন্ট বক্সে শুরু হওয়া তর্ক সেদিন শেষ হয় ৫ টা ৩০ মিনিটে ইনবক্সে গিয়ে, তাও মিষ্টি মেয়ে নামাজ পরবে তাই। খুব বেশি গঠনমূলক আলোচনাগুলো কখন যে ডানা গঁজিয়ে প্রশস্ত হয় বুঝাই যায় না।

পুরো রাত শেষ হলেও তাদের গল্পটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো অপূর্ণ থেকে গিয়েছিলো, যার ফলে তর্কের অতৃপ্ত বাসনা দুজনের মনেই সৃষ্টি করেছিল আগ্রহের অথই সাগর। যা পরের সপ্তাহখানেক দুজনকেই দিনের সিংহভাগ সময় ফেসবুকের ইনবক্সে অথবা ফ্রী ম্যাসেনজার একত্রে রাখতে তাদের অজান্তেই। তর্কে তর্কে কখন যে তারা অন্যজনের কমফর্ট জোনে পরিণত হয়, দুজনের কেউই বুঝতে পারে নি।

মনের প্রকাশ না করতে পারা হাজারো গল্প প্রকাশের অভয় আশ্রয় স্থল হয়ে উঠে দুজন একে অন্যের জন্য। জন্ম নেয় কিছু নিষিদ্ধ অনুভূতি, জন্ম হয় বেনামী একটা সম্পর্কের। না তো প্রেম ছিলো, না তো ছিলো বন্ধুত্ব তাদের মধ্যে।

সদ্য রাহাতের সাথে প্রেম সম্পর্ক বিচ্ছেদের পর মিষ্টির একটা সাপোর্ট দরকার ছিল সম্পর্কে ধূম্রোজাল থেকে বের হওয়ার জন্য। আর আকাশ নারী কন্ঠের আসক্তিতে ডুবে ছিলো একরকম।

রামপুরার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো আকাশ। আর লালমাটিয়া মহিলা কলেজের ছাত্রী ছিলো মিষ্টি। আচ্ছা যে বিষয়টা এখনও বলা হয় নি, মিষ্টি ছিলো প্রতীকী নাম, মেয়েটার আসল নাম ছিলো সঙ্গীতা। সঙ্গীতা আর আকাশের সম্পর্কটা সময়ের সাথে গভীর হচ্ছিলো। সঙ্গীতা প্রায় আকাশের জন্য রান্না করতো, আকাশও দেখা করতে সপ্তাহে তিন থেকে চারদিন সঙ্গীতার হোস্টেলের নিচে চলে যেতো।

গল্পে ইতোমধ্যেই মধ্যেই নতুন এক চরিত্র যোগ হয়, সঙ্গীতার নতুন এই বন্ধু সম্পর্কে জানতে অনেক আগ্রহী ছিলো সঙ্গীতার রুমমেট নীলাদ্রি, মাঝে মধ্যে সঙ্গীতার ফোন দিয়ে কথাও বলতো আকাশের সাথে। যদিও সঙ্গীতা এবং আকাশের মধ্যে প্রেম ছিলো না তারপরও দুলাভাই ডাকতো আকাশকে নীলাদ্রি।

শালী দুলাভাইয়ের সম্পর্কটা আস্তে আস্তে ভাই বোনের সম্পর্কে রূপ নেয়। বড় ভাইয়ের শাসন বারণ থেকে ছোট বোনের আবদার সব কিছুই জায়গা করে নেয় তাদের মধ্যে। সঙ্গীতার পাশাপাশি তখন নীলাদ্রিও রান্না করতো তার ভাইয়ের জন্য। প্লাস্টিকের বাটিতে করে কাচ্চি, গরুর গোস্ত দেওয়া প্রায় রুটিন করে ফেলেছিলো নীলাদ্রি, আর আকাশ নিয়ে আসতো চকলেট।

নীলাদ্রি তার ভাইকে অনেক ভালোবাসতো, কিন্তু ভাইয়ের চেয়েও যদি কিছু ভালোবাসতো তবে সেটা তার প্লাস্টিকের বাটি। মার্চের ৭ তারিখ আকাশের জন্য কাচ্চি, মিষ্টি ও গরুর গোস্ত বাটি করে দেয় নীলাদ্রি সাথে ১১ তারিখের আল্টিমেটাম।

গল্পটা এইভাবে সারাজীবন এমন চলতে থাকলে হয়তো খুব ভালো হতো কিন্তু উপর ওয়ালার মর্জি হয়তো ভিন্ন কিছু ছিলো। সঙ্গীতার জীবনে রাহাত ফিরে আসে।

আকাশকে পুরোপুরি এভোয়েড করা শুরু করে সঙ্গীতা। যেহেতু তাদের মধ্যে প্রেম ঘটিতো কোনো কমিটমেন্ট ছিলো না, সেহেতু সঙ্গীতা সহজেই আকাশের অস্তিত্বকে অস্বীকার করে তার জীবনে। ভালো বন্ধু মানতেও নারাজ ছিলো সে। আকাশ শুধু বন্ধু ছিলো বলতে লাগলো সে।


১১ই মার্চ ২০১৫, সকাল সকাল নীলাদ্রি সঙ্গীতা বিছানায় গিয়ে বসে।
– কিছু বলবি নীলা?
– আচ্ছা সঙ্গী তুই কি আকাশ ভাইকে খেয়ে ছেড়ে দিলি টাইপ কিছু?
– মানে কি! আকাশ কে? দুইদিন কথাই বলছি শুধু আমি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঐ ঢেমনা ছেলেটা, যে জীবন নিয়ে মোটেও সিরিয়াস না, ঐ ছেলেকে নিয়ে কি আমি সিরিয়াস হবো নাকি আজব? রাহাত সামনে বছর সলিমুল্লাহ মেডিকেল থেকে পাস করে বের হবে, ও বের হলেই আমরা বিয়ে করে নিবো, তাই প্লিজ বাজে কথা বলিস না নীলা।
– ওকে!
-তাহলে আমি ভাইকে আজ নিশুর সাথে পরিচয় করিয়ে দেই, কি বলিস।
– প্লিজ নীলা প্লিজ। খুব উপকার হবে।
– আচ্ছা আজ বিকালে আমরা কয়েকজন মিলে ধানমন্ডি ৩২ শে একটা আড্ডা প্লান করছি! তুই কি যাবি আমার সাথে? অবশ্য আকাশ ভাইও আসবে বাটি দিতে তখনই নিশুর সাথে পরিচয় করিয়ে দিবো ভাইয়ের।
– আচ্ছা! আমি আগে রাহাতের সাথে কথা বলে দেখি। ও অনুমতি দিলো যাবো যা।

অন্যান্য পর্ব সমূহ

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পরের পর্বে মনে হয় কাহীনি আকাঙ্খা মিটবে , আপেক্ষায় রইলাম !

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: আজ পাবেন ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: ভালোবাসা

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালোবাসা

ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.