নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প শুনতে ও বলতে ভালবাসি ।
গালে আলতো করে চুমু খেয়ে, খুব শক্ত করে জড়িয়ে ধরে আলাবু বললো এগারো বছরের নীলাদ্রী।
“জিসান তুমিও আমাকে লাবু বাবু বলো, লাবু বলে চুমু খেলে- বড় হওয়ার পর বিয়ে হয় আর কোন দিন কেউ আলাদা করতে পারে না। আমরা তাহলে প্রতিদিন পুতুলের বিয়ে, হাঁড়ি পাতিল, চোর পুলিশ, ভূত ভূত খেলবো। “
ভূত ভূত খেলাতে একই কম্বলের নিচে লুকাতো নীলা আর জিসান , যখনই কেউ ভূত সেঁজে আসতো শক্ত করে জড়িয়ে ধরতো নীলা জিসান কে। নরম মাংস পিন্ডের স্পর্শ অন্যরকম এক মাদকতা সৃষ্টি করতো ফয়সালের পুরো শরীরে।
শুধু ভূত ভূত খেলার জন্যে লাবু বলে গালে চুমু খায় তেরো বছর বয়সী জিসান নীলাকে।
মনের অজান্তেই শরীরের ভালো লাগার তাগিদে এই খেলা চলতে থাকে আরও বছর তিনেক।
সময়ের সাথে পরিবর্তন ঘটাতে থাকে সম্পর্কের ও তাদের খেলার ধরণের। তাল পাতার ছোট বাসা বানিয়ে তাতে সংসার সংসার খেলতো তারা।
জিসান প্রতিকী বাজার করে নিয়ে নিয়ে আসতো আর মাটির ছোট পাতিলে লতা-পাতা, পাথর-বালি দিয়ে প্রতিকী রান্না করতো নীলা।
বৃষ্টিতে ভিজে এক সাথে স্কুল থেকে বাসায় ফেরাটা নিয়মিত ছিল তাদের।
সকালে মোক্তবে হুজুরের কাছে আরবি পড়তে যাওয়া থেকে সন্ধ্যায় বাসায় ফেরা পর্যন্ত দিনের পুরোটা সময় প্রায় এক সাথে কাঁটতো দুজনের।
হয়তো প্রেম নয় কিন্তু বয়ঃসন্ধি কালের এই সম্পর্কটা দুজনই খুবই অনুভব করতো।
অন্যরকম এক ভালো লাগা কাজ করতো দুজনের মনে।
বয়স বাড়ার সাথে দুজনেই অনুভব করে নিষিদ্ধ এই ভাললাগার চরম আগন্তুক ভয়াবহতা।
সময়ের সাথে নীলা সম্পূর্ণ বের হয়ে আসে সম্পর্কটা থেকে।
কিন্তু বয়ঃসন্ধি কালের সম্পর্কটা থেকে বের কখনোই বের হতে পারে নি জিসান ।
ভাল বন্ধুত্ব কখনোই নষ্ট না হলেও জীবনের ব্যাস্ততার জন্য তৈরী হয় দূরত্ব।
এখন জিসান পড়াশোনা করে দেশের স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ছাত্র রাজনীতিতে স্বক্রিয় জিসান সারাদিন উচ্চস্বরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ স্লোগানে মুখরিত রাখলেও কোন দিন বলতে পারে নি সে এখনও অনেক ভালবাসে নীলাকে।
৩২ এর আড্ডায় আমন্ত্রিত জিসান প্রায় তিন বছর পর চেহারা দেখতে যাচ্ছিলো নীলার।
এই আড্ডায় নীলাকে বিয়ের জন্য প্রপোজ করবে জিসান সিদ্ধান্ত নেয়।
আকর্ষণের কেন্দ্রবিন্দু ।।। কেন্দ্রবিন্দুর পরিসংখ্যানটা এবার একটু ঘোলাটে হয়ে যায়।
সঙ্গীতার কেন্দ্রবিন্দুতে রাহাত
আকাশের কেন্দ্রবিন্দুতে সঙ্গীতা
নীলান্দ্রির কেন্দ্রবিন্দুতে আকাশ ও নিশু
নিশুর কেন্দ্রবিন্দুতে আতিক
আতিকের কেন্দ্রবিন্দুতে আকাশ ও সঙ্গীতা
ফয়সালের কেন্দ্রবিন্দুতে নীলান্দ্রি ।
অন্যান্য পর্ব সমূহ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪
মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: আগামী পর্বে আশা করছি প্রেক্ষাপট আরও পরিস্কার হবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: কিছু বুঝতে পারলাম না।